খালাস পেলেন লামিচানে, খেলতে পারবেন বিশ্বকাপ

খালাস পেলেন লামিচানে, খেলতে পারবেন বিশ্বকাপ

 
 

লামিচানের সামনে বিশ্বকাপে খেলতে আর কোনো বাঁধা নেই ।

নারীকে নিগ্রহের মামলায় নেপালের তারকা ক্রিকেটার সন্দ্বীপ লামিচানেকে দেওয়া ৮ বছরের জেলের রায় দেওয়া হয়েছিল কিন্তু তা বদলে এখন তাকে খালাস দেওয়া হয়েছে। ফলে আসন্ন বিশ্বকাপে নেপালের হয়ে খেলতে আর কোনো বাঁধা নেই লামিচানের। 

কাঠমুন্ডুর জেলা আদালতের দেওয়া ৮ বছরের জেলের রায় পরিবর্তন করে লামিচানেকে খালাস দিয়েছে পাঠান হাই কোর্ট। দ্যা কাঠমুন্ডু পোস্ট এর এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। কাঠমুন্ডু পোস্ট আরও জানিয়েছে, পর্যাপ্ত প্রমাণের অভাবে রায় পরিবর্তন করে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঠান হাই কোর্ট।

 ৮ বছরের জেলের পাশাপাশি ভুক্তভোগী নারীকে ৫ লক্ষ রুপি দিতে বলা হয়েছিল লামিচানেকে। এর মধ্যে ৩ লক্ষ রুপি ছিল জরিমানা এবং বাকিটা ছিল ক্ষতিপূরণ। জেলা আদালতের এই রায়ে সন্তুষ্ট না হয়ে উচ্চ আদালতে যান লামিচানে। এরই মধ্যে নভেম্বরের ৪ তারিখ লামিচানে জেলে পাঠানোর নির্দেশ দিয়ে রাখে জেলা আদালত।

পরে ১২ জানুয়ারি তার জামিন মঞ্জুর করে হাইকোর্ট। ১৩ জানুয়ারি ২ মিলিয়ন রুপির জামিনে জেল থেকে ছাড়া পেলেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয় লামিচানের উপর। তার বিদেশ যাত্রায় ছিল নিষেধাজ্ঞা। এছাড়া কাঠমুন্ডুর বাইরে যেতে হলেও পুলিশের অনুমতি নিতে বলা হয়েছিল। এই সময়ে চলেছে তদন্তের কার্যক্রম।

ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্তে একদমই সন্তুষ্ট ছিলেন না লামিচানে। পরে হাইকোর্টের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তিনি। ২৭ ফেব্রুয়ারি তার পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্টের ২ সদস্যের বেঞ্চ। ক্রিকেট খেলার জন্য বিদেশ যাত্রার অনুমতি পান লামিচানে।

দেশ বিদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো সন্দ্বীপ লামিচানে নেপালের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। সিপিএল, বিগ ব্যাশসহ বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে পরিচিত মুখ তিনি। নেপালের অধিনায়কও ছিলেন। তবে মামলার কার্যক্রমের ফলে মুখ থুবড়ে পড়ে লামিচানের ক্যারিয়ার, হারিয়েছেন অধিনায়কত্ব।

 শেষমেশ এবার বেকসুর খালাস পাওয়া লামিচানের বিশ্বকাপে খেলতে এখন আর কোনো বাঁধা নেই। ফলে তাকে দলে নেওয়ার ক্ষেত্রেও কোনো বাঁধা নেই নেপালের। বিশ্বকাপের জন্য নেপালের ঘোষিত স্কোয়াডে লামিচানে না থাকলেও আইসিসির নিয়ম অনুযায়ী ২৫ মে এর আগে পরিবর্তন আনা যাবে স্কোয়াডে। ফলে নেপাল চাইলে লামিচানেকে নিয়েই যেতে পারবে বিশ্বকাপে। লামিচানের ক্যারিয়ারটাও যেন দেখল আলোর মুখ।  

বি.দ্র. বাংলাদেশ এর বিপক্ষের ম্যাচে খেলতে দেখা যেতে পারে লামিচানকে।


 

 

Post a Comment

Previous Post Next Post