সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ১০ জন ক্রিকেটার

সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ১০ জন ক্রিকেটার 




ব্যাট ও বোলের চমৎকার একটি খেলা ক্রিকেট। ক্রিকেটের বিভিন্ন ভাগের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং আনন্দ দায়ক হলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ হল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ যা প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে অনেক নতুন-পুরাতন বিখ্যাত এবং সুপরিচিত খেলোয়াড় গুলো অত্যন্ত দক্ষতার সাথে খেলায় অংশগ্রহন করে থাকেন। 
চলুন দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ১০ জন ক্রিকেটার

১.রিকি পন্টিং>৪৬ বার


রিকি টমাস পন্টিং অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত সাবেক  ক্রিকেটার। রিকি পন্টিং এর ডাকনাম পান্টার।তিনি অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের ২০০৪ সাল থেকে টেস্ট ক্রিকেট এবং ২০০২ সাল থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়কত্ব পালন করেন যার স্থায়িত্বকাল ছিল ২০১১ সাল পর্যন্ত। তিনি জন্মগ্রহণ করেন ১৯৭৩ সালের  ১৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশে।সর্বোত্র সুপরিচিত এই খেলোয়াড় তার ক্রিকেট জীবন শুরুর পর থেকে এ পর্যন্ত অর্থাৎ ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মোট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছেন ৪৬ বার যা সকল ক্রিকেটার ঊর্ধ্বে।ওয়ার্ল্ড কাপের ৪৬ ম্যাচ তার মোট রান  ১৭৪৩ যেখানে তার হাই স্কোর ১৪০ রান। 

২.শচীন টেন্ডুলকার>৪৫ বার


শচীন রমেশ  টেন্ডুলকার বিখ্যাত একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।তিনি ভারত জাতীয় ক্রিকেট দলের একজন সর্বোচ্চ মনের ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট ইতিহাসে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন।জনপ্রিয় এই খেলোয়াড় ১৯৭৩ সালের ৩৪ এপ্রিল ভারতের মহারাষ্ট্র,বোম্বেতে  জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালের ১৫ই নভেম্বর মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয় এবং এরপর 1989 থেকে 2013 সাল পর্যন্ত  24 বছর ভারতের প্রথম স্তরের একজন খেলোয়াড় হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে চলমান থাকেন।একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাসে প্রথম দ্বি-শতরানের মালিক তিনি। ক্রিকেট জীবন শুরুর পর থেকে এ পর্যন্ত অর্থাৎ ১৯৯২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টেন্ডুলকার মোট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছেন ৪৫ বার।ওয়ার্ল্ড কাপের ৪৫ ম্যাচ তার মোট রান  ২২৭৮ যেখানে তার হাই স্কোর ১৫২ রান। 

৩.মাহেলা জয়াবর্ধনে>৪০ বার 


দেনগামাগে প্রবোথ মাহেলা দে সিলভা জয়াবর্ধনে শ্রীলংকার একজন সাবেক পেশাদার ক্রিকেটার এবং শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তিনি ১৯৭৭ সালের ২৭ মে কলম্বো , শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেন। তিনি শ্রীলঙ্কায় একজন জনপ্রিয় ডানহাতি ব্যাটসম্যান হিসেবে সুপরিচিত। বর্তমানে তিনি শ্রীলঙ্কান জাতীয় ক্রিকেট দলের পরামর্শ কোচ হিসেবে কাজ করছেন এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান কোচ তিনি। ক্রিকেট জীবন শুরুর পর থেকে এ পর্যন্ত অর্থাৎ ১৯৯৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জয়াবর্ধনে মোট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছেন ৪০ বার ।ওয়ার্ল্ড কাপের ৪০ ম্যাচ তার মোট রান  ১১০০ যেখানে তার হাই স্কোর ১১৫ রান। 

৪.মুত্তিয়া মুরালিধরন>৪০ বার 


মুত্তিয়া মুরালিধরন শ্রীলংকার জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার।তিনি অধিকাংশ ক্ষেত্রে মুরালি নামে পরিচিত।মুরালির জন্ম ১৯৭২ সালের ১৭ এপ্রিল শ্রীলংকার ক্যান্ডিতে।ক্রিকেট ইতিহাসে তিনি ছিলেন একজন সফল  অফ স্পিন পবোলার এবং শ্রীলংকার একজন জনপ্রিয় ক্রিকেটার।১৯৯২ সালের ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া বিপক্ষে খেলাটিতে মূলত তার অভিষেক হয়।তিনি ছিলেন একজন ডানহাতি ব্যাটার। বল উভয় দিকে ঘোরানোর ক্ষমতা এবং বলের ওপর ব্যতিক্রমি নিয়ন্ত্রণের জন্য ছিল তার বিশেষ  পরিচিতি।তার ক্যারিয়ার অনেক বিতরকের বিষয়গুলোর মধ্যে বোলিং অ্যাকশন ছিল একটি।ক্রিকেট জীবন শুরুর পর থেকে এ পর্যন্ত অর্থাৎ ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মুরালিধরন মোট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছেন ৪০ বার ।ওয়ার্ল্ড কাপের ৪০ ম্যাচ তার মোট রান  ৬৯ যেখানে তার হাই স্কোর ১৬ রান। 

৫.গ্লেন ম্যাকগ্রা>৩৯ বার 


গ্লেন ডোনাল্ড ম্যাকগ্রা একজন আন্তর্জাতিক প্রাক্তন ক্রিকেটার যার ক্যারিয়ার ১৪ বছর বিস্তৃত।তিনি ২৯৭০ সালের ৯ ফেব্রুয়ারি  নিউ সাউথ ওয়েলস , অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন। একজন ফাস্ট-মিডিয়াম পেস বোলার হিসেবে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বোলারদের একজন হিসাবে বিবেচিত হয়ে সর্বকালের সবচেয়ে নির্ভুল পেস বোলারের খেতাব অর্জন করেন । তিনি বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার আধিপত্যের ক্ষেত্রে প্রধান অবদানকারী হিসেবে বিবেচিত হন ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে। ভূমিকায় তিনি একজন ডানহাতি দ্রুত মাঝারি গতির চমৎকার বোলার। তার এই দুর্দান্ত বোলিংয়ের জন্য তিনি সর্বত্র বিখ্যাত। ক্রিকেট জীবন শুরুর পর থেকে এ পর্যন্ত অর্থাৎ ১৯৯৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ম্যাকগ্রা মোট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছেন ৩৯ বার ।ওয়ার্ল্ড কাপের ৩৯ ম্যাচ তার মোট রান  ৩ যেখানে তার হাই স্কোর ৩ রান। 

৬.সনথ জয়সুরিয়া>৩৮ বার


সনথ তেরান জয়সুরিয়া শ্রীলংকার বিখ্যাত একজন সাবেক ক্রিকেটার। তিনি ১৯৬৯ সালের ৩০ জুন মাতারা সিলন শ্রীলংকা জন্মগ্রহণ করেন। তিনি ভূমিকায় একজন অলরাউন্ডার। চমৎকার বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান এবং অর্থোডক্স স্পিনার বোলের কারনে তিনি সর্বত্র বিখ্যাত। তার বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে তিনি ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তার এই অসাধারণ ব্যাটিংয়ের জন্য তিনি ওয়ানডে ক্রিকেটে কত রান সংগ্রহ করেন। ক্রিকেট জীবন শুরুর পর থেকে এ পর্যন্ত অর্থাৎ ১৯৯২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত জয়সুরিয়া মোট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছেন ৩৮ বার ।ওয়ার্ল্ড কাপের ৩৮ ম্যাচ তার মোট রান ১১৬৫ যেখানে তার হাই স্কোর ১২০ রান। 

৭.মুশফিকুর রহিম>৩৮ বার


মোহাম্মদ মুশফিকুর রহিম বিখ্যাত একজন বাংলাদেশী ক্রিকেটার যিনি বাংলাদেশ জাতীয় দলের তিন ফরমেটের অধিনায়ক ছিলেন।২০১১ সাল থেকে শুরু করে মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব লাভের পর থেকে  ২০১৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে অধিনায়ক ছিলেন। বিখ্যাত এই  খেলোয়াড় ১৯৮৭ সালের ৯ মে বাংলাদেশের বগুড়াতে জন্মগ্রহণ করেন। মুশফিকুর রহিম ভূমিকা একজন উইকেট রক্ষক হলেও তিনি মাঝারি সারির একজন দুর্দান্ত ব্যাটসম্যান। ক্রিকেট জীবন শুরুর পর থেকে এ পর্যন্ত অর্থাৎ ২০০৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মুশফিকুর রহিম মোট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছেন ৩৮ বার ।ওয়ার্ল্ড কাপের ৩৮ ম্যাচ তার মোট রান ১০৭৯ যেখানে তার হাই স্কোর ১০২ রান। 

৮.ওয়াসিম আকরাম>৩৮ বার 


ওয়াসিম আকরাম চৌধুরী পাকিস্তানের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়। তিনি ১৯৬৬ সালের ৩ জুন টেমপ্লেট, পাঞ্জাবিতে জন্মগ্রহণ করেন। তিনি একজন দ্রুতগতির বামহাতি বলার এবং বামহাতি দুর্দান্ত একজন ব্যাটসম্যান ছিলেন। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও টেস্ট ম্যাচের প্রতিনিধিত্বর্তত করেছেন ওয়াসিম। ভূমিকায় তিনি একজন অলরাউন্ডার হলেও তার চমৎকার বোলিং এর জন্য তিনি সর্বত্র সুপরিচিত। ওয়াসিম ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলারদের একজন। শ্রীলংকান বিখ্যাত বোলার মুত্তিয়া মুরালিধরনের পরেই ওয়াসিম আকরাম সর্বচ্চ উইকেটের অধিকারি।ক্রিকেট জীবন শুরুর পর থেকে এ পর্যন্ত অর্থাৎ ১৯৮৭ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ওয়াসিম আকরাম মোট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছেন ৩৮ বার ।ওয়ার্ল্ড কাপের ৩৮ ম্যাচেলে তার মোট রান ৪২৬ যেখানে তার হাই স্কোর ৪৩ রান। 

৯.বিরাট কোহলি>৩৭ বার 


বিরাট কোহলি ভারতে আন্তর্জাতিক ক্রিকেটের একজন বিখ্যাত ক্রিকেটার এবং ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। বর্তমানে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ  ক্রিকেটার হিসেবে পরিচিত। বিখ্যাত ক্রিকেটার ১৯৯৮ সালের ৫ নভেম্বর ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। বিরাটের ব্যাটিং এর ধরন ডানহাতি। তিনি একজন দুর্দান্ত ব্যাটসম্যান হলেও ডান হাতে মিডিয়াম  পেস বল করে থাকেন। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক তিনি বিশ্বের সেরা পুরুষ ব্যাটসম্যান হিসেবে মনোনীত হয়েছেন। ক্রিকেট জীবন শুরুর পর থেকে এ পর্যন্ত অর্থাৎ ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কোহলি মোট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছেন ৩৭ বার ।ওয়ার্ল্ড কাপের ৩৭ ম্যাচেলে তার মোট রান ১৭৯৫ যেখানে তার হাই স্কোর ১১৭ রান। 

১০.কুমার সাঙ্গাকারা>৩৭ বার


কুমার চোকশানদা সাঙ্গাকারা একজন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার। তিনি ১৯৭৭ সালের ২৭ অক্টোবর শ্রীলঙ্কার মধ্য প্রদেশের মাতালে জন্মগ্রহণ করেন। ক্রিকেট জগতে অধ্যায়নের পর থেকে ২০১৫ সাল পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৭-৯৮ থেকে ২০১৩-১৪ পর্যন্ত ননডেস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটার হিসেবে খেলেছেন এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন। সাঙ্গাকারা ভূমিকায় উইকেট রক্ষক এবং ব্যাটার হিসেবে দায়িত্ব পালন করেন। মূলত একজন উইকেট রক্ষক হলেও তিনি দুর্দান্ত ব্যাটার হিসেবে সর্বোত্র  সুপরিচিত।ক্রিকেট জীবন শুরুর পর থেকে এ পর্যন্ত অর্থাৎ ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সাঙ্গাকারা মোট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছেন ৩৭ বার ।ওয়ার্ল্ড কাপের ৩৭ ম্যাচেলে তার মোট রান ১৫৩২ যেখানে তার হাই স্কোর ১২৪ রান। 

Post a Comment

Previous Post Next Post