টি-২০ তে সর্বাধিক উইকেট অর্জনকারী ১০ জন খেলোয়াড়
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা গুলোর মধ্যে ক্রিকেট একটি। ক্রিকেট খেলায় বিভিন্ন ধরনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে যেমন ক্রিকেট বিশ্বকাপ,টেস্ট ক্রিকেট,ওয়ানডে ক্রিকেট, টি-২০ ইন্টারন্যাশনাল ইত্যাদি। এগুলোর মধ্যে সবচেয়ে কম সময়ে উত্তেজনাপূর্ন হচ্ছে টি-২০ বিশ্বকাপ যেখানে ২০ দলের মধ্যে খেলা সংঘটিত হয়ে থাকে। এ খেলায় অনেক বিখ্যাত ক্রিকেটারগন দুর্দান্ত পারফরম্যান্স করেন।
চলুন দেখে নেওয়া যাক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট লাভ করা ১০ জন খেলোয়াড়।
১. টিম সাউদি>১৫৭ টি
টিমোথি গ্রান্ট সাউদি একজন নিউজিল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার যিনি নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে সকল ফরম্যাট খেলে থাকেন। বর্তমানে তিনি নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটে অধিনায়ক এবং ওডিআইয়ে সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন। বিখ্যাত খেলোয়াড় ১৯৮৮ সালের ১১ ডিসেম্বর Whangārei , নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি একজন ডানহাতি মিডিয়াম-ফাস্ট বোলার এবং একজন হার্ড হিটিং লোয়ার অর্ডার ব্যাটসম্যান। তিনি তার চমৎকার বোলিংয়ের জন্য সর্বত্র বিখ্যাত এবং অসাধারণ বোলিংয়ের জন্য তিনি অনেক উইকেট লাভ করে রেকর্ড গড়েছেন। সাউদি টি-২০ ক্রিকেটে অংশগ্রহণ করার পর থেকে এপর্যন্ত অর্থাৎ ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১২৩ ম্যাচ এবং ১২০ ইনিংসে, ৪৪৬.৫ ওভারে মোট ১৫৭ টি উইকেট লাভ করেন।
২.সাকিব আল হাসান>১৪০ টি
খন্দকার সাকিব আল হাসান বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার হিসেবে পরিচিত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট এবং টি-২০ এর অধিনায়ক তিনি।সাকিব ১৯৮৭ সালের ২৪ মার্চ খুলনার মাগুরাতে জন্মগ্রহণ করেন।তিনি একজন বামহাতি ব্যাটার যিনি মিডিল অর্ডার এ খেলে থাকেন এছাড়াও তিনি একজন স্লো বামহাতি অর্থোডক্স স্পিন বোলার।বাংলাদেশের এই জনপ্রিয় খেলোয়ার সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত করা হয়।টেস্ট ফরম্যাটে ও একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ র্যাংকিং ধরে রেখেছেন তিনি।তিনি টি-২০ বিশ্বকাপে ২০২২ সাল পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট রপ্ত করেছেন। সাকিব টি-২০ ক্রিকেটে অংশগ্রহণ করার পর থেকে এপর্যন্ত অর্থাৎ ২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১১৭ ম্যাচ এবং ১১৫ ইনিংসে, ৪২২.৩ ওভারে মোট ১৪০ টি উইকেট লাভ করেন।
৩.রশিদ খান আরমান>১৩৮ টি
রশিদ খান আরমান একজন আফগান আন্তর্জাতিক ক্রিকেটার এবং T20 ফরম্যাটে আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক।তিনি ১৯৯৮ সালের ২০ সেপ্টেম্বরে নানগারহার প্রদেশ , আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। রশিদ খান আইপিএল তথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং পাকিস্তানে লাহোর কালান্দার্স এর হয়ে খেলে থাকেন। রাশেদ খান ভূমিকা একজন অলরাউন্ডার হলেও তোর চমৎকার বোলিংয়ের জন্য তিনি সর্বত্র সুপরিচিত। তার সুন্দর তম এই বোলিংয়ের জন্য তিনি উইকেটের অনেক রেকর্ড করেছেন। রশিদ খান টি-২০ ক্রিকেটে অংশগ্রহণ করার পর থেকে এপর্যন্ত অর্থাৎ ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮৫ ম্যাচ এবং ৮৫ ইনিংসে, ৩২৪.২ ওভারে মোট ১৩৮ টি উইকেট লাভ করেন।
৪. ইশ সোধি >১৩৩ টি
ইন্দরবীর সিং " ইশ " সোধি নিউজিল্যান্ডের একজন বিখ্যাত ক্রিকেটার। বর্তমানে তিনি নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন। বিখ্যাত ক্রিকেটার ১৯৯২ সালের ৩১ অক্টোবর লুধিয়ানা , পাঞ্জাব , ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ঘরোয়া ক্রিকেটে নিউজিল্যান্ডের হয় প্রতিনিধিত্ব করেন। তিনি তার ডানহাতি লেগ স্পিন বোলিং এর জন্য সকলদিকে সুপরিচিত। অসাধারণ বোলিং এর মাধ্যমে তিনি অসংখ্য রেকর্ড গড়েছেন এবং অনেক উইকেটর লাভ করেছেন।জন্য তিনি উইকেটের অনেক রেকর্ড করেছেন। রশিদ খান টি-২০ ক্রিকেটে অংশগ্রহণ করার পর থেকে এপর্যন্ত অর্থাৎ ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১১১ ম্যাচ এবং ১০৭ইনিংসে, ৩৭৯.৫ ওভারে মোট ১৩৩ টি উইকেট লাভ করে টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট লাভ করা খেলোয়াড়দের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন।
৫.মিচেল স্যান্টনার> ১১১ টি
মিচেল জোসেফ স্যান্টনার নিউজিল্যান্ডের একজন বিখ্যাত ক্রিকেটার। যিনি নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে সব ধরনের খেলা খেলে থাকেন। স্যান্টনার ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি হ্যামিলটন , ওয়াইকাটো , নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচিত। তার বাঁ হাতে চমৎকার বোলিংয়ের জন্য তিনি অনেক সম্মানও ক্ষেত্রে অর্জন করেছেন এছাড়াও টি-২০ ক্রিকেটে অনেক উইকেট লাভ করেছেন। তিনি -২০ ক্রিকেটে অংশগ্রহণ করার পর থেকে এপর্যন্ত অর্থাৎ ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০০ ম্যাচ এবং ৯৮ ইনিংসে, ৩৪৫.২ ওভারে মোট ১১১ টি উইকেট লাভ করে টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট লাভ করা খেলোয়াড়দের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন।
৬.মার্ক অ্যাডায়ার> ১০৭ টি
মার্ক রিচার্ড অ্যাডায়ার একজন আয়রিশ আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি ১৯৯৬ সালের ২৭ মার্চ হলিউড , কাউন্টি ডাউন , উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে ঘরোয়া ক্রিকেটে নর্দান নাইটসের হয়ে খেলছেন। তিনি ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন। তিনি একজন ডানহাতি মিডিয়াম পেস বোলার। তারে চমৎকার বোলিংয়ের জন্য তিনি বিশ্ব বিখ্যাত হয়েছেন এবং টি-২০ ক্রিকেটে অসংখ্য উইকেট লাভ করেছেন। মার্ক অ্যাডায়ার টি-২০ ক্রিকেটে অংশগ্রহণ করার পর থেকে এপর্যন্ত অর্থাৎ ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭৭ ম্যাচ এবং ৭৭ ইনিংসে, ২৭২.৫ ওভারে মোট ১০৭ টি উইকেট লাভ করে টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট লাভ করা খেলোয়াড়দের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন।
৭.লাসিথ মালিঙ্গা> ১০৭ টি
সিপারামাদু লাসিথ মালিঙ্গা শ্রীলংকার জাতীয় দলের একজন বিখ্যাত ক্রিকেটার।তার স্টেজ নাম "স্লিঙ্গা মালিঙ্গা" নামে বেশি পরিচিত তিনি।এছাড়া তিনি তোর ডানহাতি বিশেষ ধরনের ফাস্ট বলের জন্য জগৎ বিখ্যাত। জনপ্রিয় খেলোয়াড়টি ১৯৮৩ সালের ২৮ আগস্ট শ্রীলংকার গালেতে জন্মগ্রহণ করেন। তার প্রথম টেস্ট অভিষেক হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৪ সালের ১লা জুলাই।তিনিই প্রথম জনপ্রিয় বোলার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার চার বলে চার উইকেট নিয়ে একটি রেকর্ড গড়েছিলে।তিনি প্রায় সময় বিশেষ ডেথ বলার হিসেবে বিবেচিত ছিল। তিনি একমাত্র বলার যিনি ওয়ানডেতে এবং এবং বিশ্বকাপে তিনটি হ্যাটট্রিক করে নিজের নাম সর্বোচ্চ স্তরে নিয়ে গিয়েছিলেন।মালিঙ্গা টি-২০ ক্রিকেটে অংশগ্রহণ করার পর থেকে এপর্যন্ত অর্থাৎ ২০০৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ৮৪ ম্যাচ এবং ৮৩ ইনিংসে, ২৯৯.৫ ওভারে মোট ১০৭ টি উইকেট লাভ করেন।
৮.মুস্তাফিজুর রহমান>১০৭ টি
মুস্তাফিজুর রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন অন্যতম সদস্য। তিনি মূলত বামহাতে মিডিয়াম ফাস্ট বল করার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত।বিখ্যাত এই ক্রিকেটার ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা,সাতক্ষীরা জন্মগ্রহণ করেন।এই খেলোয়াড়টির ব্যাটিং এর ধরন ছিল বামহাতি।২০১৫ সালের ২১ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটিতে তার টেস্ট অভিষেক হয়।টেস্ট অভিষেকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার লাভ করা ক্রিকেটার তিনি।ক্রিকেট জীবনে শুরুতে প্রথম দুই ম্যাচে ১১ উইকেট লাভ করা তিনিই বিশ্বের একমাত্র বোলার। মুস্তাফিজুর রহমান টি-২০ ক্রিকেটে অংশগ্রহণ করার পর থেকে এপর্যন্ত অর্থাৎ ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৯১ ম্যাচ এবং ৯০ ইনিংসে, ৩২৩.৪ ওভারে মোট ১০৭ টি উইকেট লাভ করেন।
৯.আদিল রশিদ >১০৭ টি
আদিল উসমান রশিদ একজন ইংরেজ ক্রিকেটার। তিনি একদিনের আন্তর্জাতিক এবং T20 International ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে খেলেন এবং পূর্বে টেস্ট দলের হয়ে খেলেন। তিনি ১৯৮৮ সালের ১৭ ফেব্রুয়ারি ব্র্যাডফোর্ড, ওয়েস্ট ইয়র্কশায়ার , ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে ২ কোটি টাকায় কিনেছিল। তিনি তার চমৎকার বোলিং এর জন্য সর্বত্র সুপরিচিত। তার চমৎকার বোলিং এর জন্য তিনি অসংখ্য উইকেট অর্জন করেছেন। তাকে সর্বকালের সেরা ইংলিশ স্পিনার হিসেবে গণ্য করা হয়। টি-২০ ক্রিকেটে অংশগ্রহণ করার পর থেকে এ পর্যন্ত অর্থাৎ ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০৪ ম্যাচ এবং ১০০ ইনিংসে, ৩৬৫.২ ওভারে মোট ১০৭ টি উইকেট লাভ করেন।
১০.ওয়ানিন্দু হাসরাঙ্গা>১০৪ টি
পিন্নাডুওয়াগে ওয়ানিন্দু হাসরাঙ্গা ডি সিলভা অধিকাংশ জায়গায় ওয়ানিন্দু হাসরাঙ্গা নামেই বেশি পরিচিত। তিনি শ্রীলঙ্কার একজন পেশাদার ক্রিকেটার। তিনি ১৯৯৭ সালের ২৯ জুলাই গালে , শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেন। তিনি একজন ডানহাতি লেগ স্পিনার। তর চমৎকার বোলিংয়ের জন্য তিনি অধিকভাবে সুপরিচিত দুর্দান্ত বলিং পারফরমেন্সের জন্য তিনি অসংখ্য রেকর্ড করেছেন এবং অনেক উইকেট অর্জন করেছেন। টি-২০ ক্রিকেটে অংশগ্রহণ করার পর থেকে এ পর্যন্ত অর্থাৎ ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৬৫ ম্যাচ এবং ৬৩ ইনিংসে, ২৩৬.৪ ওভারে মোট ১০৪ টি উইকেট লাভ করে টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট লাভ করা খেলোয়াড়দের মধ্যে দশম স্থানে রয়েছেন।
Post a Comment