ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান অর্জনকারী ১০ জন ক্রিকেটার

ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান অর্জনকারী ১০ জন ক্রিকেটার 


ক্রিকেট একটি জনপ্রিয় আন্তর্জাতিক খেলা। ক্রিকেটের বিভিন্ন ভাগের মধ্যে রয়েছে ওডিআই অর্থাৎ ওয়ানডে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যা বিভিন্ন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে৷  স্বীকৃতি পেয়েছে। ওয়ানডে ক্রিকেটে অনেক জনপ্রিয় ক্রিকেটারগণ দুর্দান্ত পারফরম্যান্স করে থাকেন।

চলুন দেখে নেওয়া যাক ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান অর্জনকারী ১০ জন ক্রিকেটার 

১.শচীন টেন্ডুলকার >১৮৪২৬ রান


শচীন রমেশ  টেন্ডুলকার বিখ্যাত একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।তিনি ভারত জাতীয় ক্রিকেট দলের একজন সর্বোচ্চ মনের ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট ইতিহাসে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন।জনপ্রিয় এই খেলোয়াড় ১৯৭৩ সালের ৩৪ এপ্রিল ভারতের মহারাষ্ট্র,বোম্বেতে  জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালের ১৫ই নভেম্বর মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয় এবং এরপর 1989 থেকে 2013 সাল পর্যন্ত  24 বছর ভারতের প্রথম স্তরের একজন খেলোয়াড় হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে চলমান থাকেন।একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাসে প্রথম দ্বি-শতরানের মালিক তিনি।ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৮৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ৪৬৩ ম্যাচে এবং  ৪৫২ ইনিংসে ১৮৪২৬ রান অর্জন করেন যেখানে তার সর্বচ্চ স্কোর ছিল ২০০ রান। 

২.কুমার সাঙ্গাকারা>১৪২৩৪ রান 


কুমার চোকশানদা সাঙ্গাকারা একজন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার। তিনি ১৯৭৭ সালের ২৭ অক্টোবর শ্রীলঙ্কার মধ্য প্রদেশের মাতালে জন্মগ্রহণ করেন। ক্রিকেট জগতে অধ্যায়নের পর থেকে ২০১৫ সাল পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৭-৯৮ থেকে ২০১৩-১৪ পর্যন্ত ননডেস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটার হিসেবে খেলেছেন এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন। সাঙ্গাকারা ভূমিকায় উইকেট রক্ষক এবং ব্যাটার হিসেবে দায়িত্ব পালন করেন। মূলত একজন উইকেট রক্ষক হলেও তিনি দুর্দান্ত ব্যাটার হিসেবে সর্বোত্র  সুপরিচিত। ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৪০৪ ম্যাচে এবং ৩৮০ ইনিংসে মোট ১৪২৩৪ রান অর্জন করেন যেখানে তার সর্বচ্চ স্কোর ছিল ১৬৯ রান।  

৩.বিরাট কোহলি>১৩৮৪৮ রান 


বিরাট কোহলি একজন বিখ্যাত  ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি ভারত জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হিসেবে তার নিজ দলকে দীর্ঘ সময় পরিচালনা করেছেন। তিনি বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন এবং খেলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন হিসেবে স্বীকৃতি প্রাপ্ত ক্রিকেট।তিনি মূলত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন।বিশ্বসেরা খেলোয়াড় ১৯৮৮ সালে ৫ নভেম্বর ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। ডানহাতি এই খেলোয়াড়ের টেস্ট অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালের ২০ জুন। ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৯২ ম্যাচে এবং ২৮০ ইনিংসে মোট ১৩৮৪৮ রান অর্জন করেন যেখানে তার সর্বচ্চ স্কোর ছিল ১৮৩ রান।

৪.রিকি পন্টিং>১৩৭০৪ রান


রিকি টমাস পন্টিং একজন অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেটার এবং কোচ একই সাথে তিনি একজন ধারাভাষ্যকর হিসেবে পরিচিত। তিনি ১৯৭৪ সালের ১৯ ডিসেম্বর লন্সেস্টন , তাসমানিয়া , অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে জগৎ বিখ্যাত রিকি পন্টিং।  ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান জাতীয় ক্রিকেট দলের এবং ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত একদিনের আন্তর্জাতিক অর্থাৎ ওডিআই ক্রিকেটের অধিনায়ক ছিলেন তিনি। ডানহাতি জনপ্রিয় এই ব্যাটসম্যান তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য একদিনের আন্তর্জাতিকে রেকর্ড সংখ্যক রানের অধিকারী হয়েছেন। ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ৩৭৫ ম্যাচে এবং ৩৬৫ ইনিংসে মোট ১৩৭০৪ রান অর্জন করেন যেখানে তার সর্বচ্চ স্কোর ছিল ১৬৪ রান।

৫.সনথ জয়সুরিয়া> ১৩৪৩০ রান 


সনথ তেরান জয়সুরিয়া শ্রীলংকার বিখ্যাত একজন সাবেক ক্রিকেটার। তিনি ১৯৬৯ সালের ৩০ জুন মাতারা সিলন শ্রীলংকা জন্মগ্রহণ করেন। তিনি ভূমিকায় একজন অলরাউন্ডার। চমৎকার বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান এবং অর্থোডক্স স্পিনার বোলের কারনে তিনি সর্বত্র বিখ্যাত। তার বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে তিনি ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তার এই অসাধারণ ব্যাটিংয়ের জন্য তিনি ওয়ানডে ক্রিকেটে কত রান সংগ্রহ করেন। ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৮৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ৪৪৫ ম্যাচে এবং ৪৩৩ ইনিংসে মোট ১৩৪৩০ রান অর্জন করেন যেখানে তার সর্বচ্চ স্কোর ছিল ১৮৯ রান।

 ৬.মাহেলা জয়াবর্ধনে>১২৬৫০ রান 


দেনগামাগে প্রবোথ মাহেলা দে সিলভা জয়াবর্ধনে শ্রীলংকার একজন সাবেক পেশাদার ক্রিকেটার এবং শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তিনি ১৯৭৭ সালের ২৭ মে কলম্বো , শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেন। তিনি শ্রীলঙ্কায় একজন জনপ্রিয় ডানহাতি ব্যাটসম্যান হিসেবে সুপরিচিত। বর্তমানে তিনি শ্রীলঙ্কান জাতীয় ক্রিকেট দলের পরামর্শ কোচ হিসেবে কাজ করছেন এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান কোচ তিনি। ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৪৪৮ ম্যাচে এবং ৪১৮ ইনিংসে মোট ১২৬৫০ রান অর্জন করেন যেখানে তার সর্বচ্চ স্কোর ছিল ১৪৪ রান। ১২৬৫০ রান অর্জন করে তিনি ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান অর্জনকারী খেলোয়াড়দের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন। 

৭. ইনজামাম-উল-হক>১১৭৩৯ রান


সৈয়দ ইনজামাম-উল-হক একজন পাকিস্তানি ক্রিকেটার এবং পাকিস্তান  জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।তিনি ১৯৭০ সালের ৩ মার্চ মুলতান, পাঞ্জাব, পাকিস্তানে জন্মগ্রহণ করেন। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাকে। আরে চমৎকার ব্যাটিং এর কারণে তিনি অর্জন করেছেন সোনাম ও খ্যাতি এবং ওয়ানডে ক্রিকেটে রেকর্ড সংখ্যক রান। ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৩৭৮ ম্যাচে এবং ৩৫০ ইনিংসে মোট ১১৭৩৯ রান অর্জন করেন যেখানে তার সর্বচ্চ স্কোর ছিল ১৩৭ রান। ১১৭৩৯ রান অর্জন করে তিনি ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান অর্জনকারী খেলোয়াড়দের মধ্যে সপ্তম স্থানে রয়েছেন। 

৮.জ্যাক ক্যালিস>১১৫৭৯ রান


জ্যাক হেনরি ক্যালিস বিখ্যাত একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। তিনি ১৯৭৫ সালের ১৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপ টাউন,পশ্চিম কেপে জন্মগ্রহণ করেন।তিনি ডান হাতে অত্যন্ত দক্ষতার সাথে ব্যাটিং করেন পাশাপাশি ফাস্ট মিডিয়াম সুইং বোলার হিসেবে তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন। ১৯৯৫ সালের ১৪ই ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে খেলাটিতে  তার টেস্ট অভিষেক হয়। বর্তমানে তিনি ক্রিকেট ইতিহাসের একজন অন্যতম অলরাউন্ডার হিসাবে বিবেচিত।ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৯৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩২৮ ম্যাচে এবং ৩১৪ ইনিংসে মোট ১১৫৭৯ রান অর্জন করেন যেখানে তার সর্বচ্চ স্কোর ছিল ১৩৯ রান। জ্যাক ক্যালিস ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান অর্জনকারি খেলোয়ারদের মধ্যে অষ্টম  স্থানে জায়গা পেয়েছেন। 

৯.সৌরভ গাঙ্গুলি >১১৩৬৩ রান


সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি একজন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার। তিনি ১৯৭২ সালের ৪ জুলাই বেহালা , কলকাতা , পশ্চিমবঙ্গ , ভারতে জন্মগ্রহণ করেন। সৌরভ গাঙ্গুলিকে ক্রিকেটের মহারাজা বলা হয়। ভারতীয় সফল ক্রিকেটার হিসেবে বিবেচিত তিনি এবং একই সাথে তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। সৌরভ গাঙ্গুলি ভূমিকায় ছিলেন একজন দুর্দান্ত ব্যাটসম্যান যার জন্য তিনি সর্বত্র বিখ্যাত। ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৩১১ ম্যাচে এবং ৩০০ ইনিংসে মোট ১১৩৬৩ রান অর্জন করেন যেখানে তার সর্বচ্চ স্কোর ছিল ১৮৩ রান। জ্যাক ক্যালিস ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান অর্জনকারি খেলোয়ারদের মধ্যে নবম স্থানে জায়গা পেয়েছেন। 

১০.রাহুল দ্রাবিড়> ১০৮৮৯ রান


রাহুল শরদ দ্রাবিড় একজন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার এবং ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তিনি বর্তমানে ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দ্রাবিড়  ১৯৭৩ সালের ১১ জানুয়ারী ইন্দোর , মধ্যপ্রদেশ , ভারতে জন্মগ্রহণ করেন। তিনি তার অসাধারণ ব্যাটিং কৌশলের জন্য সর্বোত্র বিখ্যাত ছিলেন। ক্রিকেটে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয় তাকে। ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ৩৪৪ ম্যাচে এবং ৩১৮ ইনিংসে মোট ১০৮৮৯ রান অর্জন করেন যেখানে তার সর্বচ্চ স্কোর ছিল ১৫৩ রান। জ্যাক ক্যালিস ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান অর্জনকারি খেলোয়ারদের মধ্যে দশম  স্থানে জায়গা পেয়েছেন। 

Post a Comment

Previous Post Next Post