ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক উইকেট অর্জন করেছেন কোন ১০ জন খেলোয়াড়
ক্রিকেটকে জনপ্রিয় আন্তর্জাতিক খেলা। ক্রিকেট আমাদের বিভিন্নভাবে আনন্দ দিয়ে থাকে। ক্রিকেটের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে যেমন বিপিএল তথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ,আইপিএল তথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আন্তর্জাতিক ক্রিকেট, টি-টোয়েন্টি ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট ইত্যাদি। আজকে আমাদের আলোচনার বিষয় ওয়ানডে ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নিয়ে।
চলুন দেখে নেওয়া যাক ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক উইকেট অর্জন করেছেন কোন ১০ জন খেলোয়াড়।
১.মুত্তিয়া মুরালিধরন >৫৩৪ টি
মুত্তিয়া মুরালিধরন শ্রীলংকার জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার।তিনি অধিকাংশ ক্ষেত্রে মুরালি নামে পরিচিত।মুরালির জন্ম ১৯৭২ সালের ১৭ এপ্রিল শ্রীলংকার ক্যান্ডিতে।ক্রিকেট ইতিহাসে তিনি ছিলেন একজন সফল অফ স্পিন পবোলার এবং শ্রীলংকার একজন জনপ্রিয় ক্রিকেটার।১৯৯২ সালের ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া বিপক্ষে খেলাটিতে মূলত তার অভিষেক হয়।তিনি ছিলেন একজন ডানহাতি ব্যাটার। বল উভয় দিকে ঘোরানোর ক্ষমতা এবং বলের ওপর ব্যতিক্রমি নিয়ন্ত্রণের জন্য ছিল তার বিশেষ পরিচিতি।তার ক্যারিয়ার অনেক বিতরকের বিষয়গুলোর মধ্যে বোলিং অ্যাকশন ছিল একটি।মুরালির বাঁকানো বাহুর বল অনেকে বলিং না করে থ্রো করা বলে মনে করতেন।মুরালিধরন ওডিআই ক্রিকেট শুরুর পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৯৩ সাল থেকে ২০১১সাল পর্যন্ত ৩৫০ ম্যাচে ৩১৩৫.১ ওভারে মোট ৫৩৪ টি উইকেট নিয়েছেন।
২.ওয়াসিম আকরাম৫০২ টি
ওয়াসিম আকরাম বা ওয়াসিম আকরাম চৌধুরী পাকিস্তানের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়। তিনি ১৯৬৬ সালের ৩ জুন টেমপ্লেট, পাঞ্জাবিতে জন্মগ্রহণ করেন। তিনি একজন দ্রুতগতির বামহাতি বলার এবং বামহাতি দুর্দান্ত একজন ব্যাটসম্যান ছিলেন। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও টেস্ট ম্যাচের প্রতিনিধিত্বর্তত করেছেন ওয়াসিম। ভূমিকায় তিনি একজন অলরাউন্ডার হলেও তার চমৎকার বোলিং এর জন্য তিনি সর্বত্র সুপরিচিত। ওয়াসিম ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলারদের একজন। শ্রীলংকান বিখ্যাত বোলার মুত্তিয়া মুরালিধরন এর পরেই ওয়াসিম আকরাম সর্বচ্চ উইকেটের অধিকারি। ওয়াসিম ওয়ানডে ক্রিকেট শুরুর পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৮৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৩৫৬ ম্যাচে ৩০৩১ ওভারে ৫০২ টি উইকেট লাভ করে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান অর্জনকারী খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন।
৩. ওয়াকার ইউনিস >৪১৬ টি
ওয়াকার ইউনিস মাইতলা একজন পাকিস্তানি সাবেক ক্রিকেটার এবং কোচ এছাড়াও একই সাথে তিনি একজন ধারাভাষ্যকর। ওয়াকার ইউনিস পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। চমৎকার ফাস্ট বোলার হিসেবে তাকে ক্রিকেটের অন্যতম সেরা বোলারদের মধ্যে একজন গণ্য করা হয়। তিনি ১৯৭১ সালের ১৬ নভেম্বর ভেহারী , পাঞ্জাব , পাকিস্তানে জন্মগ্রহণ করেন। ভূমিকায় তিনি একজন চমৎকার বোলিং তার চমৎকার বোলিং এর জন্য তিনি সর্বত্র সুপরিচিত এবং এই আকর্ষনীয় বোলিংয়ের মাধ্যমে তিনি অনেক উইকেট লাভ করেন। ইউনিস ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৮৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ২৬২ ম্যাচে ২১১৬.২ ওভারে মোট ৪১৬ টি উইকেট অর্জন করেন।
৪.চামিন্দা ভাস>৪০০ টি
ওয়ার্নাকুলসুরিয়া পাতাবেন্দিগে উশান্ত জোসেফ চামিন্দা ভাস শ্রীলঙ্কার একজন প্রাক্তন ক্রিকেটার যিনি শ্রীলঙ্কান জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ১৯৭৪ সালের ২৭ জানুয়ারি ওয়াত্তালা , শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেন। তিনি একজন ফাস্ট মিডিয়াম পেস বোলার হিসেবে স্বীকৃতি প্রাপ্ত এবং আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল বোলার। 1996 সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের একজন অংশ ছিলেন তিনি। ভূমিকায় তিনি অসাধারণ বাঁহাতি দ্রুত মাঝারি বলার ছিলেন। তার চমৎকার বোলিং এর দক্ষতার জন্য তিনি অনেক উইকেট লাভ করেছেন। চামিন্দা ভাস ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৯৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩২২ ম্যাচে ২৬২৯.১ ওভারে মোট ৪০০ টি উইকেট লাভ করে ওডিআই এ সর্বাধিক উইকেট লাভ করা খেলোয়াড়দের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন।
৫.শহীদ আফ্রিদি >৩৯৫ টি
যিনি ছিলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। বর্তমান বিশ্বে তিনি বুম বুম আফ্রিদি নামেও পরিচিত।আফ্রিদি সাধারণত ক্রিকেটের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় হিসেবে বিবেচিত। তিনি ১৯৮০ সালের ১লা মার্চ খাইবার এজেন্সি, ফাতা, পাকিস্তানে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালের ২২শে অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই ক্রিকেটে তার অভিষেক ঘটে।একজন সফল অলরাউন্ডার হিসেবে আফ্রিদি তার সামঞ্জস্যপূর্ণ বোলিং এবং আগ্রাসী ব্যাটিং স্টাইলের জন্য সমাদৃত। ভূমিকায় তিনি একজন অলরাউন্ডার হলেও তার চমৎকার বোলিং এর দক্ষতার জন্য তিনি বিশ্ব বিখ্যাত। ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩৯৮ ম্যাচে ২৯৪৫.০ ওভারে মোট ৩৯৫ টি উইকেট লাভ করে ওডিআই এ সর্বাধিক উইকেট লাভ করা খেলোয়াড়দের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন।
৬.শন পোলক> ৩৯৩ টি
শন ম্যাকলিন পোলক দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের একজন সাবেক ক্রিকেট তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মূলত অলরাউন্ডার হিসেবে বিবেচিত হয়েছিল। বিশ্বসেরা এই খেলোয়াড়টি ১৯৭৩ সালের ১৬ জুলাই দক্ষিণ আফ্রিকার,পোর্ট এলিজাবেথ,কেপ প্রদেশে জন্মগ্রহণ করেন। ক্রিকেট জগতে অবতরণের পর তিনি ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন। তার টেস্ট অভিষেক হয়েছিল ১৯৯৫ সালের ১৬ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে খেলাটিতে। তিনি ডান হাতে দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি একই হাতে চমৎকার মিডিয়াম ফাস্ট বল করে বিশ্বব্যাপী অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন। তার চমৎকার এই বলিং এর জন্য তিনি ওডিআই ক্রিকেটে রেকর্ড সংখ্যক উইকেট লাভ করেছেন। ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩০৩ ম্যাচে ২৬১৮.৪ ওভারে মোট ৩৯৩ টি উইকেট লাভ করেছেন।
৭.গ্লেন ম্যাকগ্রা >৩৮১ টি
গ্লেন ডোনাল্ড ম্যাকগ্রা একজন আন্তর্জাতিক প্রাক্তন ক্রিকেটার যার ক্যারিয়ার ১৪ বছর বিস্তৃত।তিনি ২৯৭০ সালের ৯ ফেব্রুয়ারি নিউ সাউথ ওয়েলস , অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন। একজন ফাস্ট-মিডিয়াম পেস বোলার হিসেবে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বোলারদের একজন হিসাবে বিবেচিত হয়ে সর্বকালের সবচেয়ে নির্ভুল পেস বোলারের খেতাব অর্জন করেন । তিনি বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার আধিপত্যের ক্ষেত্রে প্রধান অবদানকারী হিসেবে বিবেচিত হন ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে। ভূমিকায় তিনি একজন ডানহাতি দ্রুত মাঝারি গতির চমৎকার বোলার। তার এই দুর্দান্ত বোলিংয়ের জন্য তিনি সর্বত্র বিখ্যাত। এছাড়াও তিনি তার অসাধারণ বোলিং এর জন্য ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ২৫০ ম্যাচে ২১৬১.৪ ওভারে মোট ৩৮১ টি উইকেট লাভ করেছেন।
৮.ব্রেট লি>৩৮০ টি
ব্রেট লি অস্ট্রেলিয়া জাতীয় দলের জনপ্রিয় একজন সাবেক ক্রিকেটার একই সাথে তিনি একজন ধারাভাষ্যকর এবং অভিনেতা ও বটে। অস্ট্রেলিয়ার ক্রিকেটে অধ্যয়নরত অবস্থায় তাকে দ্রুতগতির একজন ডানহাতি ফাস্ট বলার হিসেবে আখ্যায়িত করা হয়।জনপ্রিয় এই খেলোয়াড়টির জন্ম ১৯৭৬ সালের ৮ নভেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে । তিনি একজন চমৎকার বোলিং এবং তার চমৎকার এই বোলিংয়ের জন্য তিনি অসংখ্য উইকেট লাভ করে বিশ্ব বিখ্যাত হয়েছেন। এছাড়াও তিনি তার অসাধারণ বোলিং এর জন্য ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ২০০০ থেকে ২০১২ সাল পর্যন্ত ২২১ ম্যাচে ১৮৬৪.১ ওভারে মোট ৩৮০ টি উইকেট লাভ করে ওডিআই এ সর্বাধিক উইকেট লাভ করা খেলোয়াড়দের মধ্যে অষ্টম স্থানে রয়েছেন।
৯.লাসিথ মালিঙ্গা>৩৩৮ টি
সিপারামাদু লাসিথ মালিঙ্গা শ্রীলংকার জাতীয় দলের একজন বিখ্যাত ক্রিকেটার।তার স্টেজ নাম "স্লিঙ্গা মালিঙ্গা" নামে বেশি পরিচিত তিনি।এছাড়া তিনি তোর ডানহাতি বিশেষ ধরনের ফাস্ট বলের জন্য জগৎ বিখ্যাত। জনপ্রিয় খেলোয়াড়টি ১৯৮৩ সালের ২৮ আগস্ট শ্রীলংকার গালেতে জন্মগ্রহণ করেন। তার প্রথম টেস্ট অভিষেক হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৪ সালের ১লা জুলাই।তিনিই প্রথম জনপ্রিয় বোলার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার চার বলে চার উইকেট নিয়ে একটি রেকর্ড গড়েছিলে।তিনি প্রায় সময় বিশেষ ডেথ বলার হিসেবে বিবেচিত ছিল। তার বিশেষ বোলিং এর জন্য ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২২৬ ম্যাচে ১৮২২.৪ ওভারে মোট ৩৩৮ টি উইকেট লাভ করেন।
১০.অনিল কুম্বলে >৩৩৭ টি
অনিল কুম্বলে একজন ভারতীয় সাবেক ক্রিকেটার এবং কোচ একই সাথে তিনি একজন ধারাভাষ্যকরও। তিনি ১৯৭০ সালে ১৭ অক্টোবর ভারতের কর্নাটকে জন্মগ্রহণ করেন। ভূমিকা তিনি একজন চমৎকার লেগ ব্রেক বোলার তিনি তার অসাধারণ বলের জন্য সর্বত্র বিখ্যাত। 1999 সালে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় কুম্বলে দশজনকেই আউট করেন যা ছিল একটি বিশ্ব রেকর্ড। তার বিশেষ বোলিং এর জন্য ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহন করার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ ১৯৯০থেকে ২০০৭ সাল পর্যন্ত ২৭১ ম্যাচে ২৪১৬.০ ওভারে মোট ৩৩৭ টি উইকেট লাভ করে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক উইকেট অর্জনকারি খেলোয়াড়দের মধ্যে দশম স্থানে রয়েছেন।
Post a Comment