বিশ্বের সবচেয়ে দামি ১০টি ফুটবলার
আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ১০ জন ফুটবলার। এই ফুটবলাররা মূলত বিশ্বের বিভিন্ন দামি লিগে খেলে থাকেন এবং তারা বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হিসেবে পরিচিত।
তাই চলুন দেখে নেওয়া যাক বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ১০ জন ফুটবল খেলোয়াড় কারা এবং কোন দেশের হয়ে খেলছেন।
১.ক্রিস্তিয়ানো রোনালদো। ১৭৩ মিলিয়ন ইউরো
ক্রিস্তিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো অথবা ক্রিস্তিয়ানো রোনালদো বর্তমানে ফুটবল ইতিহাসের সেরা একজন ফুটবলার। তিনি ৫ ফেব্রুয়ারি ১৯৮৫ ফুঞ্চাল, মাদেইরা, পর্তুগালে জন্মগ্রহণ করেন। তিনি পর্তগিজের একজন পেশাদার খেলোয়াড় হলেও বর্তমানে তিনি সৌদি আরবের বিখ্যাত ক্লাব আল নাসর এবং পর্তুগাল জাতীয় দলে আক্রমনভাগের খেলোয়াড় হিসেবে খেলছেন। তিনি সর্বদা ৭নম্বর জার্সিতে খেলে থাকেন। মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে বিবেচিত হলেও তিনি ডান এবং বাম উভয় দিকের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন। সর্বকালের সেরা এবং অধিকাংশ দেশের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত রোনালদো মোট পাচটি ব্যালন ডি অর এবং চারটি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেন যা ইউরোপিয় খেলোয়াড়দের মধ্যে রেকর্ড সংখ্যক জয়।১০০টি আন্তর্জাতিক গোল করা দ্বিতীয় পুরুষ ফুটবলার এবং প্রথম ইউরোপীয় ফুটবলার তিনি। রোনালদো প্রতিবছর ১৭৩ মিলিয়ন ইউরোর চুক্তিতে সৌদি আরবের বিখ্যাত ক্লাব আল-নাসর এ যোগদান করেন।
২.করিম বেনজেমা।১৪২ মিলিয়ন ইউরো
করিম মোস্তফা বেনজেমা একজন বিখ্যাত ফরাসি পেশাদার ফুটবলার। তিনি অধিকাংশ জায়গায় করিম বেনজেমা নামে সুপরিচিত। বেনজেমা ১৯ ডিসেম্বর ১৯৮৭ লিওঁ, ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তিনি একজন ফরাসি পেশাদার ফুটবলার হিসেবে বিবেচিত হলেও বর্তমানে ফ্রান্স আন্তর্জাতিক ফুটবল দলের এবং সৌদি আরবের বিখ্যাত ক্লাব আল ইত্তিহাদের হয়ে আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। বেনজেমার জার্সি নম্বর ৯। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণ ভাগের খেলোয়াড় হলেও মাঝেমাঝে ডান এবং বাম উভয় পাশেই আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। রোনালদোর পরে তিনি সর্বকালে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ দ্বিতীয় গোলদাতা এবং ফ্রান্সের আন্তর্জাতিক দলের জার্সি গায়ে তিনি সর্বমোট ৯৭ ম্যাচ ৩৭টি গোল করেছেন।বেনজেমা ব্যক্তিগতভাবে কিছু পুরস্কার অর্জন করেছিলে যার মধ্যে রয়েছে ২০২২ সালে উয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় পুরস্কার এবং ব্যালন ডি'অর। প্রতিবছর বেনজেমা ১৪২ মিলিয়ন ইউরোর চুক্তিতে আল ইত্তেহাদ-এ যোগদান করেন
৩.কিলিয়ান এমবাপে।১০০ মিলিয়ন ইউরো
কিলিয়ান এমবাপে লোতাঁ একজন ফরাসি পেশাদার ফুটবলার। তিনি অধিকাংশ জায়গায় কিলিয়ান এমবাপে নামে সুপরিচিত। এমবাপে ২০ ডিসেম্বর ১৯৯৮ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে ফ্রান্সের জাতীয় দলের এবং বাচ্চার বিখ্যাত ক্লাব পি এস জি তে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের একজন খেলোয়াড় হিসেবে বিবেচিত হলেও ডান এবং বাম উভয় দিকের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। এমবাপে এক সময় বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেলেও বর্তমানে ক্রিস্তিয়ানো রোনালদো এবং করিম বেনজেমা সৌদি আরবের বিখ্যাত ক্লবে যোগ দেওয়ার পরে বর্তমানে কিলিয়ান এমবাপে বিশ্বের দামি খেলোয়াড়দের তালিকায় তৃতীয় স্থানে নেমে এসেছেন। বর্তমানে এমবাপে ফ্রান্সের বিখ্যাত ক্লাব পি এস জি তে ১০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে খেলছেন।
৪.এনগোলো কঁতে। ৮৬ মিলিয়ন ইউরো
এনগোলো কঁতে একজন বিখ্যাত ফরাসি পেশাদার ফুটবলার। তিনি ২৯ মার্চ ১৯৯১ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। কঁতে প্রিমিয়ার লিগ ক্লাব 'চেলসি ' এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। কঁতে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন 'ইউএস বুলোগ্নের' হয়ে। তিনি ফুটবল জগতে সর্বদা ৭নম্বর জার্সিতে খেলে থাকেন। কঁতে প্রথমে লিসেস্টার সিটির সাথে চুক্তিবদ্ধ হয়ে খেলা শুরু করে ২০১৫ সালে এবং তিনি ফ্রান্স জাতীয় দলের হয়ে ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপ জয় করেন। এছাড়াও তিনি ২০২১ সালে চেলসির হয়ে চ্যাম্পিয়ন লিগ জেতেন তিনি। বর্তমানে কঁতে সৌদি আরবের বিখ্যাত একটি ক্লাবে খেলছেন। প্রতিবছর ৮৬ মিলিয়ন ইউরোর চুক্তি তার স্বদেশী ফুটবলার করিম বেনজেমার দল অর্থাৎ আল ইত্তিহাদে যোগদান করেন। বর্তমান বিশ্বের চতুর্থ দামি ফুটবলার এনগোলো কঁতে।
৫.নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র।১৬ কোটি ইউরো
নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার। তিনি নেইমার জুনিয়র নামে সবত্র সুপরিচিত। নেইমার ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি মোজি দাস ক্রুজেস, ব্রাজিলে জন্মগ্রহণ করেন। নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলে থাকেন। বর্তমানে তিনি আধুনিক বিশ্বের সবচেয়ে উদীয়মান ফুটবলারদের মধ্যে একজন। নেইমার সবসময় ১০ নম্বর জার্সি গায়ে খেলে থাকেন। তিনি বর্তমানে সৌদি আরবের বিখ্যাত ফুটবল ক্লাব আল হিলালে খেলছেন।নেইমার জুনিয়র বছরে ১৬ কোটি ইউরোর চুক্তিতে খেলছেন আল হিলালে। নেইমার তার গতি, বল কাটানো এবং উভয় পায়ের ক্ষমতার জন্য সর্বাধিক পরিচিত হন। নেইমার জুনিয়রকে বর্তমানে সাবেক ফুটবলার পেলের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে তিনি বেশ কিছুদিন মাঠের বাহিরে রয়েছেন।
৬.লিওনেল মেসি। ৪২ মিলিয়ন ইউরো
লিওনেল আন্দ্রেস লিও মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার। তিনি বর্তমানে লিওনেল মেসি নামে সুপরিচিত। লিও ১৯৮৭ সালের ২৪ জুন রোসারিও,আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। তিনি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। লিওনেল মেসি ১০ নম্বর জার্সিতে সুপরিচিত। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। লিওনেল মেসি টানা চারবারসহ মোট আটবার ব্যালন ডি'অর অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ অর্জন। এছাড়াও তিনি ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জয় করেন। সাম্প্রতি লিওনেল মেসি বছরে ৪২ মিলিয়ন ইউরোর চুক্তিতে ইন্টার মায়ামিতে খেলছেন। তিনি বর্তমান বিশ্বের দামি ফুটবলারদের মধ্যে ৬ নম্বর এ রয়েছেন।
৭.ফ্রেংকি ডে ইয়ং।৭ কোটি ৫ লক্ষ ইউরো
ফ্রেংকি ডে ইয়ং একজন বিখ্যাত ওলন্দাজ পেশাদার ফুটবলার। তিনি ১২ মে, ১৯৯৭ সালে গরিনছেম, নেদারল্যান্ডসে জন্মগ্রহন করেন। তিনি বর্তমানে স্প্যানিশ লা- লিগার ক্লাব বার্সেলোনার হয়ে সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। এছাড়াও নেদারল্যান্ড জাতীয় দলের হয়ে সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন তিনি। ফ্রেংকি ইয়ংকে সর্বদা ২১ নম্বর জার্সি পরে মাঠে দেখা যায়। তিনি ৯ জুন ২০১৮ সালে নেদারল্যান্ড জাতীয় দলের হয়ে পেরুর বিপক্ষের ম্যাচটিতে অভিষিক্ত হন এবং সেই ম্যাচে ২-১ গোলে জয়লাভ করেন। ডে ইয়ং কে ৫ বছরের চুক্তিতে ২০১৯ সালে বার্সেলোনাতে নেওয়ার কথা শোনা গেলে ১ জুলাই ২০১৯ ডে ইয়ং ৭ কোটি ৫ লক্ষ ইউরোর বিনিময়ে লা-লিগার ক্লাব বার্সাতে যোগদান করেন। বর্তমানে তিনি বিশ্বের দামি ফুটবলারদের মধ্যে ৭ নম্বরে অবস্থান করছেন।
৮.ওস্কার।৩০ মিলিয়ন ইউরো
ওস্কার দোস সান্তোস এম্বোয়াবা জুনিয়র একজন বিখ্যাত ব্রাজিলিয় পেশাদার ফুটবলার। বর্তমানে তিনি ব্রাজিলীয় ক্লাব সাংহাই পোর্ট এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। ওস্কার বর্তমানে বিশ্বের দামি খেলোয়াড়দের তালিকায় ৮ নম্বরে অবস্থান করছেন। তিনি মূলত মাঝ মাঠের আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে খেলে থাকলেও মাঝে মাঝে বাম দিকের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। জনপ্রিয় এই ফুটবলার ৯ সেপ্টেম্বর ১৯৯১ সালে আমেরিকানা, ব্রাজিলে জন্মগ্রহণ করেন। তিনি প্রায় বেশিরভাগ সময় ৮ নম্বর জার্সি গায়ে মাঠে খেলে থাকেন। ওস্কার মূলত ফুটবল জগতে প্রবেশ করেন ব্রাজিলীয় ফুটবল ক্লাব উনিয়াও আগ্রিকোলা বারবারেন্সের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে। বর্তমানে ব্রাজিলিয় জনপ্রিয় এই ফুটবলার প্রতিবছর ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চীনের বিখ্যাত ক্লাব সাংহাই SIPG তে খেলেছে।
৯.কালিদু কুলিবালি।৩০ মিলিয়ন ইউরো
কালিদু কুলিবালি সেনেগালের একজন পেশাদার ফুটবলার, যিনি সেনেগাল জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। তিনি বিশ্বের দামি ফুটবলারদের মধ্যে ৯ নম্বরে অবস্থান করছেন। তিনি ২০ জুন ১৯৯১ সালে সেন্ট-জি-দেস-ভোঁস, ফ্রান্সে জন্মগ্রহণ করেন। বেশিরভাগ সময় তিনি ২৬ নম্বর জার্সি গায়ে মাঠে খেলে থাকেন। ফরাসি ক্লাব মেসের হয়ে খেলার মাধ্যমে ২০১০ সালে কুলিবালি ফুটবল জগতে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন।পরবর্তীতে ২০১৪ সালে ইতালীয় ক্লাব নাপোলিতে যোগদান করে সেখানকার রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে পরিণত হন। তিনি ২০২৩ সালে ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদি আরবের বিখ্যাত ক্লাব আল হিলালে যোগদান করেন এবং বর্তমানে তিনি সেখানেই খেলছেন।
১০.টনি ক্রুস।২০.৯ মিলিয়ন ইউরো
টনি ক্রুস একজন বিখ্যাত জার্মান পেশাদার ফুটবলার। তিনি জানুয়ারি ১৯৯০ সালে গ্রাইফসভাল্ড, জার্মানিতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি একজন মধ্য মাঠের খেলোয়াড় হিসেবে স্পেনের শীর্ষ স্থানীয় লা-লিগার ক্লাব রিয়েল মাদ্রিদের হয়ে খেলছেন। ক্রুস সবসময় কেন্দ্রীয় মধ্য মাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। টনি ক্রুস ফুটবল জগতে প্রবেশ করেন জার্মান ফুটবল ক্লাব গ্রাইফসভাল্ডারের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে। বিখ্যাত এই খেলোয়াড় সবসময় ৮ নম্বর জার্সি গায়ে মাঠে খেলে থাকেন। তিনি বিশ্বের দামি খেলোয়াড়দের তালিকায় ১০ নম্বরে রয়েছেন। টনি ক্রুস প্রতিবছর ২০.৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে নামকরা ক্লাব রিয়েল মাদ্রিদের হয়ে খেলছেন।
Post a Comment