আইপিএলে সর্বাধিক রান অর্জনকারী ১০ জন ক্রিকেটার

আইপিএলে সর্বাধিক রান অর্জনকারী ১০ জন ক্রিকেটার 



ব্যাট ও বলের একটি জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট বর্তমান বিশ্ব একটি সেরা জাগানো খেলা যার মাধ্যমে ক্রিকেটাররা অনেক অর্থ উপার্জন করে থাকে এছাড়াও এর মাধ্যমে দর্শকরাও অনেক বিনোদনের সুযোগ পায়। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। যার মধ্যে আইপিএল বা  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অন্যতম। 

চলুন দেখে নেওয়া যাক আইপিএল তথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সব থেকে বেশি রান অর্জনকারী ১০ জন ক্রিকেটার। 


১.বিরাট কোহলি


বিরাট কোহলি ভারতে আন্তর্জাতিক ক্রিকেটের একজন বিখ্যাত ক্রিকেটার এবং ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। বর্তমানে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ  ক্রিকেটার হিসেবে পরিচিত। বিখ্যাত ক্রিকেটার ১৯৯৮ সালের ৫ নভেম্বর ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। বিরাটের ব্যাটিং এর ধরন ডানহাতি। তিনি একজন দুর্দান্ত ব্যাটসম্যান হলেও ডান হাতে মিডিয়াম  পেস বল করে থাকেন। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক তিনি বিশ্বের সেরা পুরুষ ব্যাটসম্যান হিসেবে মনোনীত হয়েছেন। বিরাট কোহলি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবং ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। বিখ্যাত ক্রিকেটার ধরনের পর থেকে এপর্যন্ত আইপিএলে ২৪০ ম্যাচ এবং ২৩২ ইনিংসে মোট ৭৪৪৪ রান করে প্রথম স্থানে রয়েছেন। 

২.শিখর ধাওয়ান


শিখর ধাওয়ান ভারতের একজন আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি মূলত বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে থাকেন। তার জন্ম ১৯৮৫ সালের ৫ ডিসেম্বর ভারতের দিল্লিতে। তওনি একজন দুর্দান্ত ব্যাটিং এর পাশাপাশি দলের প্রয়োজনে মাঝে মাঝে ডানহাতি অফ ব্রেক বল করে থাকেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১০ সালে  তিনি আন্তর্জাতিক ক্রিকেট জগতে পদার্পণ করেন। আইপিএলে তিনি পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ,মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালের একজন বিখ্যাত ব্যাটসম্যান এছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদ  দলের অধিনায়কত্ব করছেন তিনি। জনপ্রিয় ক্রিকেটার ক্রিকেট জগতে অধ্যয়নের পর থেকে এখন পর্যন্ত আইপিএলে ২১৯ ম্যাচ এবং ২১৮ ইনিংসে মোট ৬৬৮৪ রান করেন। 

৩.ডেভিড  ওয়ার্নার


ডেভিড অ্যান্ড্রু ওয়ার্নার একজন বিখ্যাত অস্ট্রেলিয় ক্রিকেটার। তুমি ১৯৮৬ সালের ২৭ অক্টোবর প্যাডিংটন, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করেন। খুব দ্রুত এবং কম সময় অধিক রান অর্জন করার জন্য বামহাতি উদ্বোধনি ব্যাটসম্যান হিসেবে  তিনি সর্বাধিক পরিচিত। তিনি একজন দুর্দান্ত ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনে মাঝে মাঝে  উইকেট রক্ষকের দায়িত্ব পালন করে থাকেন এছাড়াও তিনি ডানহাতি লেগ ব্রেক  এবং ডানহাতি মিডিয়াম ফাস্ট বল করে থাকেন। জনপ্রিয় ক্রিকেটারটি আইপিএলে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে থাকেন। তিনি ক্রিকেট জগতে পদার্পণের পর থেকে এ পর্যন্ত আইপিএলে ১৭৮ মাস এবং ১৭৮ ইনিংসে ৬৪৭৫ রান অর্জন করে আইপিএলে সর্বাধিকার অর্জনকারী ক্রিকেটার মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন।

৪.রোহিত শর্মা


রোহিত গুরুনাথ শর্মা একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি বর্তমানে ভারত জাতীয় ক্রিকেট দলের সমস্ত ফর্মাটে একজন অধিনায়ক এবং ডান হাতে ব্যাটসম্যান হিসাবে পরিচিত। বর্তমানে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে অনেক সুনাম অর্জন করেছেন। রোহিত শর্মা ১৯৮৭ সালের ৩০ এপ্রিল নাগপুর, মহারাষ্ট্র , ভারতে জন্মগ্রহন করেন। শর্মার একাধিক ব্যাটিং রেকর্ড রয়েছে যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা, ওডিআই ক্রিকেটে সর্বাধিক ডাবল সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি অন্যতম। ক্রিকেটার আইপিএলে ডেকেন চার্জারস এবং মুম্বাই ইন্ডিয়ানস এর হয়ে খেলছেন। তিনি ক্রিকেট জগতে অধ্যয়নের পর থেকে এ পর্যন্ত ২৪৫ ম্যাচ এবং ২৪০ ইনিংসে  মোট ৬২৮০ রান অর্জন করে আইপিএলে সর্বোচ্চ রান অধিকারকারী খেলোয়ারদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন। 

৫.সুরেশ রায়না 


সুরেশ রায়না হলেন একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার। তিনি বর্তমানে ভারত জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে টেস্ট, ওডিআই এবং টি-টুয়েন্টি আন্তর্জাতিকে খেলছেন। রায়না ১৯৮৬ সালের ২৭ নভেম্বর মুরাদনগর, উত্তর প্রদেশ ভারতে জন্মগ্রহণ করেন। তিনি একজন দুর্দান্ত বামহাতি আক্রমণাত্বক ব্যাটসম্যান হিসেবে বিবেচিত এছাড়াও তিনি দলের প্রয়োজনে মাঝে মাঝে ডানহাতি অফ স্প্রিং বল করে থাকেন। বিখ্যাতই খেলোয়াড় আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট লায়ন্স খেলে থাকেন এছাড়া তিনি বর্তমানে  চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব করছেন । তিনি ক্রিকেট জগতে অবতরণের পর থেকে এ পর্যন্ত ২০৫ ম্যাচ এবং ২০০ ইনিংসে মোট ৫৫২৮ রান অর্জন করে আইপিএলের সর্বাধিক রান  অর্জনকারী খেলোয়ারদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন। 

৬.এ বি ডিভিলিয়ার্স


আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স  দক্ষিণ আফ্রিকার একজন প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকর।তিনি ১৯৮৪ সালের ১৭ ফেব্রুয়ারি ওয়ার্মবাদ , ট্রান্সভাল প্রদেশ , দক্ষিণ আফ্রিকাতে জন্মগ্রহণ করেন। ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে  এ বি ডি ভিলিয়ার্স তিনবার আইসিসের বর্ষসেরা ওডিআই খেলোয়াড় হিসেবে মনোনীত হন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অধ্যয়নের পর একজন উইকেট রক্ষক হিসেবে এবং ব্যাটসম্যান হিসেবে খেলতেন তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ডেভিলিয়ার্স তার বিশেষ পেছনের শট এর জন্য অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলেছেন। ক্রিকেট জগতে পদার্পণের পর থেকে ক্রিকেট জগত থেকে অব্যাহতি জানানো পর্যন্ত ১৮৪ ম্যাচ এবং ১৭০ এ ইনিংসে মোট ৫,১৮২ রান অর্জন করে আইপিএল এর সর্বাধিক রান অর্জনকারী খেলোয়াড়দের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। 

৭.এম এস ধোনী


মহেন্দ্র সিং ধোনী সংক্ষেপে এম এস ধোনী ভারতের একজন স্বনামধন্য ক্রিকেটার। তিনি ১৯৮১ সালের ৭ জুলাই রাঁচি, ঝাড়খণ্ড, ভারতে জন্মগ্রহণ করেন। এম এস ধোনীর দুর্দান্ত অধিনায়কত্বের ফলে ভারত ২০০৭সালে আইসিসি বিশ্বকাপ টি-টোয়েন্টি, ২০০৮ সালের বর্ডার-গাভাস্কার ট্রফি এবং ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জয় লাভ করে।এম এস ধোনি ক্রিকেট জগতে অধ্যয়নের পর থেকে দুর্দান্ত ডানহাতি ব্যাটসম্যান এবং উইকেট রক্ষক হিসেবে মাঠে খেলেছেন এছাড়াও তিনি বিভিন্ন সময় ডান হাতে মিডিয়াম প্রেসার বল করেছেন। তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছেন শুধু তাই নয় তিনি চেন্নাই সুপার কিংস দলের খন্ডকালীন অধিনায়কও ছিলেন।ক্রিকেট জগতে অধ্যয়নের পর থেকে তিনি এ পর্যন্ত ২৫১ ম্যাচ এবং ২১৭ ইনিংসে মোট ৫০৬৮ রান অর্জন করে আইপিএলের সর্বাধিক রান অর্জনকারী ক্রিকেটারদের মধ্যে সপ্তম স্থানে রয়েছেন।

৮.ক্রিস গেইল


ক্রিস্টোফার হেনরি "ক্রিস" গেইল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের একজন অন্যতম সদস্য তিনি অধিকাংশ জায়গায় মারকুটে ব্যাটসম্যান হিসেবে সুপরিচিত। তিনি ২১ সেপ্টেম্বর ১৯৭৯ ওয়েস্ট ইন্ডিজ এর কিংস্টন, জ্যামাইকাতে জন্মগ্রহণ করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিকবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন গেইল। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল তার তত্ত্বাবধানে ছিলো। ক্রিস গেইল তার বামহাতি চমৎকার ব্যাটিং এর পাশাপাশি দলের প্রয়োজনে ডানহাতি অফ ব্রেক বল করে থাকেন।ক্রিস গেইল আইপিএল এ  রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কলকাতা নাইট রাইডারস এবং পাঞ্জাব কিংস এর হয়ে খেলেন। তিনি ক্রিকেট জগতে অধ্যায়নের পর থেকে এই পর্যন্ত ১৪২ ম্যাচে ১৪১ ইনিংসে মোট ৪৯৬৫ রান অর্জন করে আইপিএলের সর্বাধিক রান অর্জনকারী ক্রিকেটারদের মধ্যে অষ্টম স্থানে রয়েছেন।

৯.রবিন উথাপ্পা


রবিন উথাপ্পা বা বিন বেনু উথাপ্পা বিখ্যাত একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ১৯৮৪ সালের ১১ই নভেম্বর ভারতের কর্ণাটকে জন্মগ্রহণ করেন। রান আউট হওয়ার পূর্বে তিনি একজন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ৮৬ রান অর্জন করেন। তিনি ভূমিকায় একজন ডানহাতি চমৎকার ব্যাটসম হলেও দলের প্রয়োজনে মাঝে মাঝে ডান হাতে মিডিয়াম বল করে থাকেন। উথাপ্পা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়েল, কলকাতা নাইট রাইডার্স, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালর, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। ক্রিকেট জগতে অধ্যয়নের পর থেকে তিনি এই পর্যন্ত ২০৫ ম্যাপ এবং ১৯৭ ইনিংসে মোট ৪৯৫২ রান অর্জন করে আইপিএলে সর্বাধিক রান অর্জনকারী খেলোয়ারদের মধ্যে নবম স্থানে  রয়েছেন। 

১০.কৃষ্ণকুমার দীনেশ কার্তিক


কৃষ্ণকুমার দীনেশ কার্তিক যিনি অধিকাংশ জায়গায় দীনেশ কার্তিক নামেই বেশি পরিচিত।দীনেশ কার্তিক একজন ভারতীয় পেশাদার ক্রিকেটার এবং ধারাভাষ্যকর তিনি জাতীয়ভাবে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। কার্তিক ১৯৮৫ সালের ১লা জুন মাদ্রাজ , তামিলনাড়ু, ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভূমিকায় একজন  উইকেট রক্ষক  হলেও চমৎকার ব্যাটিং এর মাধ্যমে নিজের দলকে উপস্থাপন করেন। তিনি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডস,দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংসের হয়ে খেলেন। ক্রিকেট জগতে অধ্যয়নের পর থেকে এ পর্যন্ত তিনি ২৪৮ ম্যাচ এবং ২২৬ ইনিংসে মোট ৪৬৫৯ রান অর্জন করে আইপিএলে সর্বাধিক রান অর্জনকারী ক্রিকেটারদের মধ্যে দশম স্থানে রয়েছেন। 


Post a Comment

Previous Post Next Post