বিশ্বের অন্যতম ধনী ১০ জন ফুটবলার

 বিশ্বের অন্যতম ধনী ১০ জন ফুটবলার


 

ফুটবল একটি জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক ভাবে ফুটবলের বিশালভাবে স্বকৃীতি পেয়েছে। কম সময়ে (৯০ মিনিট )মানুষকে চরম উত্তেজনায় রাখার মতো একটি খেলা ফুটবল। ফুটবল খেলোয়াড়রা অনেক অর্থ উপার্জন করছে ফুটবল খেলে। তাদের উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে দর্শক।এছাড়াও বিভিন্ন ধরনের টুর্নামেন্টর মাধ্যমেও মোটা অংকের অর্থ উপার্জন করে থাকেন তারা। 

চলুন দেখে নেওয়া যাক বিশ্বের অন্যতম ধনী ১০ জন ফুটবলার।

১.ক্রিস্তিয়ানো রোনালদো। $৬৫০ মিলিয়ন

 ক্রিস্তিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো।ক্রিস্তিয়ানো রোনালদো নামেই তিনি সবত্র সুপরিচিত। রোনালদো পর্তুগালের একজন পেশাদার ফুটবলার।তিনি ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি ফুঞ্চাল, মাদেইরা, পর্তুগালে জন্মগ্রহণ করেন। পর্তুগাল জাতীয় দলের হয়ে তিনি আক্রমণাত্বক খেলোয়াড় খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। তিনি একজন মাঝ মাঠের আক্রমণাত্বক খেলোয়াড় হয়েও মাঝে মাঝে বাম পার্শ্বীয় অথবা ডান পার্শ্বয় আক্রমণাত্বক খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। ক্রিস্তিয়ানো রোনালদোর বর্তমান দল সৌদি আরবের আল নাসর।  তিনি সর্বদা ৭ নম্বর জার্সিতে খেলে স্বাচ্ছন্দবোধ করেন।বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো পাঁচটি ব্যালন ডি অর এবং চারটি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেছেন যা ইউরোপ মহাদেশের মধ্যে একটি বিশাল রেকর্ড। তিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া একজন ফুটবলার। এছাড়া একটি জিম ও CR7 হোটেলের মালিক। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার।

২.ডেভিড বেকহ্যাম। $৬০০ মিলিয়ন 

ডেভিড রবার্ট যোসেফ বেকহ্যাম জনপ্রিয় একজন ইংরেজ ফুটবলার। তিনি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের একজন সাবেক অধিনায়ক এবং অবসরপ্রাপ্ত  খেলোয়াড়। তার ব্যাক্তিগত জীবন এবং যাদুকরী ফ্রি কিকের জন্য সর্বত্র আলোচিত তিনি।তিনি ১৯৭৫ সালের ২ মে Leytonstone, লন্ডন, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।তিনি ১৯৯২ সালে   ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে বেকহ্যামের পেশাদার খেলোয়াড়ি জীবন শুরু হয়।তিনি ৪৫ এবং ২৩ নম্বর দুটি জার্সিতে খেলে থাকেন।২০০০ থেকে ২০০৬ পর্যন্ত বেকহ্যাম মোট ৫৮টি প্রতিযোগিতামূলক খেলায় ইংল্যান্ড ফুটবল দলের  অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালের সর্বচ্চো বেতন ধারি খেলোয়াড় ছিলেন বেকহ্যাম।২০২১ সালে বেকহ্যামের সম্পদের পরিমাণ ছিল ৫০ মিলিয়ন ডলার যা ক্রিস্তিয়ানো রোনালদোর পরের স্থানেই নিয়ে যায় তাকে। বর্তমানে তিনি বিশ্বের ২য় ধনী ফুটবলার।

৩.লিওনেল মেসি।$ ৫৭৭ মিলিয়ন 

লিওনেল আন্দ্রেস “লিও” মেসি আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের আক্রমণভাগের একজন জনপ্রিয় ফুটবলার।তিনি ১৯৮৭ সালের ২৪ জুন রোসারিও,আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। মেসির বর্তমান দল ইন্টার মায়ামি। তিনি সবসময় ১০ নম্বর জার্সিতে খেলে স্বাচ্ছন্দ বোধ করেন। লিও মেসি বর্তমান বিশ্বের সর্বকালের সেরা একজন ফুটবলার হিসেবে বিবেচিত। লিও মেসি একটানা চারবার সহ মোট আটবার ব্যালন ডি অর অর্জন করেছেন যা ফুটবল ইতিহাসে সর্বচ্চো।এছাড়াও তার সর্বচ্চো ছয়বার গোল্ডেন বুট অর্জনের রেকর্ড রয়েছে। মেসি আর্জেন্টিনা  জাতীয় দলের সর্বচ্চো গোলদাতা। ২০২৩ সালের বিশ্বকাপে মেসির দুর্দান্ত অধিনায়কত্ব এবং সুন্দরতম খেলার জন্য বিশ্বকাপ জয় করেন। বর্তমানে লিওনেল মেসি বিশ্বের ৩য় ফুটবলার হিসেবে বিবেচিত।

৪.নেইমার জুনিয়র।$ ৫৪২ মিলিয়ন 

নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র।তিনি নেইমার জুনিয়র নামেই সুপরিচিত। নেইমার ব্রাজিলের জাতীয় দলের একজন সনামধন্য ফুটবলার।তিনি তার দলে মুলত ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলে থাকেন।তিনি ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি মোজি দাস ক্রুজেস, ব্রাজিলে জন্মগ্রহন করেন। আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম খেলোয়াড় হিসেবে বিবেচিত নেইমার জুনিয়র। গতি, বল কাটানো এবং উভয় পায়ের অসাধারণ ড্রিবলিং ক্ষমতার জন্য বিশ্বব্যাপি একজন ফুটবল তারকা হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি এবং বর্তমানে নেইমার মিডিয়া মাধ্যমে সারা জাগানো অন্যতম খেলোয়াড়। ব্রাজিলীয় কিংবদন্তি  ফুটবলার পেলের সঙ্গে তুলনা করা হয় নেইমার জুনিয়রকে।নেইমারের বর্তমান দল সৌদি আরবের বিখ্যাত 'আল হিলাল' এবং তিনি সর্বদা ১০ নম্বর জার্সিতে খেলে থাকেন।তিনিফিফা ব্যালন ডি অরের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান ২০১৫ সালে। বর্তমানে নেইমার জুনিয়র বিশ্বের ধনী ফুটবলারদের মধ্যে ৪র্থ স্থানে রয়েছেন।

 ৫.কিলিয়ান এমবাপে।$ ৫০২ মিলিয়ন 

কিলিয়ান এমবাপে লোতাঁ একজন ফরাসি পেশাদার ফুটবলার। তিনি মূলত কিলিয়ান এমবাপ্পে নামেই সুপরিচিত। এমবাপ্পে ফ্রান্সের জাতীয় দলের একজন বিখ্যাত ফুটবলার। তিনি ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর  ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্সের শীর্ষ স্তর লিগ ১-এর ক্লাব পারি সাঁ-জেরমাঁ   আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হওয়ার সত্ত্বেও মাঝে মাঝে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। এমবাপ্পের বর্তমান দল পারি সাঁ-জেরমাঁ। তাকে জাতীয় দল ব্যাতিত প্রায় সকল খেলাতই ৭ নম্বর জার্সি নিয়ে খেলতে দেখা যায়। তিনি ফ্রান্সের হয়ে বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তি  পেলের পরেই সর্বচ্চ গোলদাতা হিসেবে স্বীকৃতি প্রাপ্ত একজন খেলোয়াড়। এমবাপ্পে ব্যাক্তিগত ভাবে বেশ কিছু পুরস্কার পেয়েছেন যার মধ্যে রয়েছে ২০১৭ সালে গোল্ডেন বয়, সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার ইত্যাদি আরও অনেক নামকরা পুরস্কার। কিলিয়ান এমবাপ্পে বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ফুটবলার হিসেবে ৭ম স্থানে রয়েছেন। 

৬.আলেক্সান্দ্রে সিলভা।$ ৩৩৬ মিলিয়ন

আলেক্সান্দ্রে রোদ্রিগেস দা সিলভা।তিনি সর্বত্র আলেক্সান্দ্রে পাতো নামে সুপরিচিত।পাতো হলেন একজন ব্রাজিলীয় বিখ্যাত ফুটবলার। তিনি ১৯৮৯সালের ২ সেপ্টেম্বর পাতো ব্রাঙ্কো, ব্রাজিলে জন্মগ্রহণ করেন। বর্তমানে মার্কিন ক্লাব অরল্যান্ডো সিটির হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন তিনি।তিনি মূলত মাঝ মাঠের আক্রমণাত্বক খেলোয়াড় কিন্তু মাঝে মাঝে বাম পার্শীয় আক্রমণ ভাগের খেলোয়াড় এবং ডান পার্শীয় আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।পাতোর বর্তমান দল অরল্যান্ডো সিটি। তিনি  মূলত ৭ নম্বর জার্সিতে খেলে স্বাচ্ছন্দ বোধ করেন।তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করে ২০০৬ সালে ব্রাজিলীয় ক্লাব ইন্তেরনাসিওনালের মধ্য দিয়ে। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারদের মধ্যে ৫ম স্থানে রয়েছেন।

 ৭.ওয়েন রুনি।$ ৩১৩ মিলিয়ন 

ওয়েন মার্ক রুনি একজন বিখ্যাত ইংরেজ পেশাদার ফুটবলার। তিনি সব জায়গায় ওয়েন রুনি নামেই সুপরিচিত। তিনি ১৯৮৫ সালের ২৪ অক্টোবর ক্রক্সটেথ, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ইংল্যান্ডের ফুটবল লিগের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টির হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে তিনি তার বর্তমান জীবন অতিবাহিত করছেন।ফুটবল মাঠে তিনি অধিকাংশ সময় মাঝ মাঠে খেললেও মাঝে মাঝে তিনি কেন্দ্রীয় মাঠের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। ওয়েন রুনির বর্তমান দল ডার্বি কাউন্টি। তিনি সবসময় ৩২ নম্বর জার্সিতেই খেলে থাকেন। ম্যানচেস্টার ইউনাইটেডে ২৫.৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি যোগদান করেন ২০০৪ সালে।বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারদের মধ্যে ৬ষ্ঠ স্থানে রয়েছেন।

৮.পল পগবা।$ ২৬৯ মিলিয়ন 

পল লাবিল পগবা একজন পেশাদার ফরাসি সাবেক ফুটবলার। তিনি সর্বত্র পল পগবা নামেই পরিচিত।পল পগবা ১৯৯৩ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে ইতালির শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইয়ুভেন্তুসের হয়ে খেলছেন এবং ফ্রান্সের জাতীয় দলের হয়ে আক্রমণাত্বক ফুটবলার হিসেবে খেলেন।তিনি মূলত কেন্দ্রীয় মাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। ইয়ুভেন্তুসে পগবার জার্সি নম্বর ১০ এবং ফ্রান্সে জাতীয় দলে তার জার্সি নম্বর ৫৷ ব্যক্তিগতভাবে, পগবা বেশ কিছু পুরস্কার  পেয়েছেন, যার মধ্যে রয়েছে ২০১৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গোল্ডেন বল, ২০১৩ সালে গোল্ডেন বয় এবং ২০১৪ ফিফা বিশ্বকাপের সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার অন্যতম। বর্তমানে পল পগবা বিশ্বের অন্যতম ধনী ফুটবলারদের মধ্যে ৮ম স্থানে রয়েছেন।

৯.মেসুত ওজিল।$ ১৯৮ মিলিয়ন  

মেসুত ওজিল একজন  অ্যাটাকিং মিডফিল্ডার যিনি জার্মান মুসলিম ফুটবলার হিসেবে সর্বত্র বিখ্যাত।তিনি ১৫ অক্টোবর ১৯৮৮  জেলসেনকির্সেন, পশ্চিম জার্মানিতে জন্মগ্রহন করেন। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জার্মানি জাতীয় ফুটবল দলে খেলেছেন তিনি। ফিফা বিশ্বকাপ ২০১০ এ অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি আন্তর্জাতিক ফুটবল জগতে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং টুর্নামেন্টের সবচেয়ে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়ে গোল্ডেন বল অ্যাওয়ার্ডে মনোনীত হন।২০১৩ সালে ওজিল আর্সলোনায় আসেন বিপুল সংখ্যক অর্থের (£৪২.৫ মিলিয়ন ইউরো) বিনিময়ে যা ছিল একটি রেকর্ড। মূলত এর মাধ্যমেই তিনি জার্মানির সর্বকালের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে নিযুক্ত হন। বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ফুটবলার হিসেবে ওজিল রয়েছেন ৯ম স্থানে।

১০.এদেন আজার।$ ১০৩ মিলিয়ন 

এদেন মাইকেল আজার একজন  বিখ্যাত পেশাদার বেলজীয় ফুটবলার। তিনি অধিকাংশ জায়গায় 'এদেন আজার' নামে সুপরিচিত। আজার ১৯৯১ সালের ৭ জানুয়ারি লা লুভিয়ের, বেলজিয়ামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বেলজিয়ামের জাতীয় দলের একজন বিখ্যাত ফুটবলার এবং পাশাপাশি তিনি স্পেনের ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের একজন খেলোয়াড় হয়ে জীবন অতিবাহিত করছেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হলেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় এবং কেন্দ্রীয় আক্রমণভাগে খেলে থাকেন। তিনি তার উপস্থিত বুদ্ধি,কৌশলগত সামর্থ এবং গতির জন্য বিশ্বব্যাপি খ্যাতি অর্জন করেছেন।তিনি মূলত ৭ নম্বর জার্সি গায়ে খেলে থাকেন। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারদের মধ্যে দশম স্থানে রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post