বিশ্বের অন্যতম সেরা ১০ টি ক্রিকেট স্টেডিয়াম
ক্রিকেট বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় খেলা। ব্যাট ও বলের এই খেলা দুটি দলের মধ্যে সংঘটিত হয়ে থাকে। বিভিন্ন ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য একটি ভালো এবং সুপরিকল্পিত মাঠের দরকার হয়। বর্তমানে বিশ্বে অনেক সুন্দর ও সুপরিকল্পিত অসংখ্য স্টেডিয়াম রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে।
চলুন দেখে নেওয়া যাক বিশ্বের অন্যতম সেরা ১০ টি স্টেডিয়াম।
১.নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম
নরেন্দ্র মোদী স্টেডিয়াম বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে পরিচিত। এই স্টেডিয়ামটি ভারতের গুজরাটে অবস্থিত। এই স্টেডিয়ামটি বর্তমানে অনেকের কাছে মোতেরা স্টেডিয়াম নামে সুপরিচিত। এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল ১৯৮২ সালে এবং সেই একই সালে ঐ মাঠে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। বিখ্যাত এই স্টেডিয়ামটি তৈরির পর থেকে এখনো পর্যন্ত মোট ৪টি বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে রয়েছে ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও। এই স্টেডিয়ামটি ১৯৮২ সালে তৈরির পর মাত্র ৪৯,০০০ দর্শক ধারণ করতে পারত এই মাঠটি কিন্তু ২০২০ সালে এটি নতুনভাবে সংস্করণের পর মোট ১৩২,০০০ দর্শক ধারণ করতে সক্ষম। এটি বর্তমানে এশিয়া মহাদেশ এবং বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম।
২.মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বিশ্বের আরও একটি প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত করা করা হয়। যা আজ থেকে প্রায় ১৭১ বছর আগে। তবে ১৮৫৯ সাল পর্যন্ত এই স্টেডিয়ামটিতে শুধুমাত্র ফুটবল খেলাই অনুষ্ঠিত হতো। তারপর ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রথম টেস্ট ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয় ১৮৭৭ সালে এবং এই ম্যাচটি সংঘটিত হয়েছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে যেখানে অস্ট্রেলিয়া ৪৫ রানে বিজয় অর্জন করে। এই স্টেডিয়ামটিতে সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯৭১ সালে।১৯৫৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রধান স্টেডিয়াম হিসেবে ব্যবহার করা হয়েছিল লক্ষাধিক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি। বর্তমানে এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ১০০,০২৪ জন। অস্ট্রেলিয়ার বিখ্যাত এবং সুন্দরতম এই স্টেডিয়ামটি নির্মানে মোট খরচ হয়েছিল প্রায় ৫০০ মিলিয়ন ডলার।
৩.ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম
ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের একটি প্রাচীনতম স্টেডিয়াম যা ভারতের কলকাতার ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এই স্টেডিয়ামটি ১৮৬৪ সালে স্থাপন করা হয়। বর্তমানে এই স্টেডিয়ামটি বেঙ্গল ক্রিকেট টীম এবং আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড হিসেবে ব্যাবহৃত হচ্ছে। এছাড়াও এই স্টেডিয়ামে বিভিন্ন ধরনের টেস্ট,টি-টোয়েন্টি এবং ওয়ানডে খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই মাঠে প্রথম টেস্ট খেলা অনুষ্ঠিত হয় ১৯৩৪ সালে এছাড়াও এই স্টেডিয়ামটিতে প্রথম ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয় ১৯৮৭ সালে। এই মাঠের দর্শক ধারণ ক্ষমতা ৮০,০০০। তবে এই মাঠটিতে ১৯৬৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় ১০০,০০০ দর্শক একসাথে খেলা দেখতে পারত কিন্তু দর্শকদের শান্তির কথা ভেবে তা কমিয়ে আনা হয়। ১৯৯৬ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ভারত বনাম শ্রীলংকার ম্যাচটিতে এই মাঠে প্রায় ১১০,০০০ দর্শক খেলা উপভোগ করেন যা ছিল একটি রেকর্ড।
৪.শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভারতের জাতীয় ও নাম করা একটি সুন্দর স্টেডিয়াম এটি।এই স্টেডিয়ামটি নির্মান করা হয় ২০০৮ সালে। এই স্টেডিয়ামটি ভারতের ছত্তিশগড়ের রায়পুর শহরে অবস্থিত। এই স্টেডিয়াম প্রথম ক্রিকেট ম্যাচ আয়োজন করে যখন কানাডা জাতীয় ক্রিকেট দল ছত্তিশগড়ের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলেছিল।বর্তমাননে এটি নয়া রায়পুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামে সুপরিচিত। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৬৫,০০০। এটি ভারতের তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টেডিয়াম। অবাক করা একটি বিষয় হচ্ছে এই স্টেডিয়ামে এখন পর্যন্ত শুধুমাত্র একটি ইন্টারন্যাশনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং ম্যাচটি অনুষ্ঠিত হয় ২০২৩ সালের জানুয়ারিতে যে ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছিল নিউজিল্যান্ড। ভবিষ্যতে এই মাঠে আরও ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ভারতের।
৫.পার্থ স্টেডিয়াম
পার্থ স্টেডিয়াম অস্ট্রেলিয়ার একটি মনোমুগ্ধকর স্টেডিয়াম।বিভিন্ন ধরনের স্পন্সারশিপ এর কারণে বর্তমানে এটি অপটাস স্টেডিয়াম নামে সুপরিচিত। এটি বার্সউড উপকূলের পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত। এই স্টেডিয়ামটির কাজ শুরু হয়েছিল ২০১৪ সালের মাঝামাঝি এবং কাজ সমাপ্ত করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ২০১৭ সালে এবং প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। বিখ্যাত স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় ৬২,০০০ যার কারণে এটি অস্ট্রেলিয়ার ৩য় বৃহত্তম স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি পেয়েছে ।মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও স্টেডিয়াম অস্ট্রেলিয়া এর পর এ স্টেডিয়ামটির ধারণ ক্ষমতাই সবচেয়ে বেশি । বিশ্বের অন্যতম সুন্দর এই স্টেডিয়ামটি তৈরি করতে মোট খরচ হয় ৮২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় মোট ৫,৮০০ কোটি টাকা।
৬.রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের একটি নামকরা এবং চমকপ্রদ স্টেডিয়াম। বর্তমানে এটি হায়র্দাবাদ ক্রিকেট স্টেডিয়াম নামে সুপরিচিত। এই স্টেডিয়ামটি হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারতে অবস্থিত। ধারন ক্ষমতার ভিত্তিতে এটি মূলত ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং সক্রিয় ক্রিকেট স্টেডিয়াম। বিখ্যাত এই স্টেডিয়ামটি মোট ১৫ একর জায়গার ওপর বিস্তৃত এবং স্টেডিয়ামটির মোট ধারন ক্ষমতা ৫৫,০০০। এই স্টেডিয়ামটি মূলত IPL এর দল সানরাইজেস হায়র্দাবাদের হোম গ্রাউন্ড হিসেবে কাজ করে। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত এই মাঠে সর্বমোট ৫টি টেস্ট, ৭ টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও এই মাঠে ২০১৭ সালের IPL এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।অনেকের কাছে এই স্টেডিয়ামের একটি অজানা তথ্য হলে এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে নাম করন করা হয়েছে।
৭.ডিওয়াই পাতিল স্টেডিয়াম
ডিওয়াই পাতিল স্টেডিয়াম বা ডিওয়াই পাতিল স্পোর্টস স্টেডিয়াম হলো ভারতের পঞ্চম বৃহত্তম এবং সুন্দর স্টেডিয়াম। এটি ভারতের মহারাজ্যের নাভি মুম্বাই শহরে অবস্থিত। স্টেডিয়ামটি প্রতিষ্ঠা করা হয় ২০০৮ সালে। স্টেডিয়ামটি চিনি নকশা করেন তার নাম হাফিজ কন্ট্রাক্টর। বর্তমানে এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ৫৫,০০০। প্রাথমিকভাবে এই স্টেডিয়ামটি তৈরি করা হয় ক্রিকেট খেলার জন্য কিন্তু বর্তমানে ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলাও অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের কন্সার্ট ও অনুষ্ঠানের জন্য এই মাঠ ব্যাবহার করা হয়ে থাকে। IPL ২০০৮ এর দিকে এই স্টেডিয়ামকে তারা তাদের হোস্ট ব্রান্ড হিসেবে ব্যাবহার করেছে যার ফলে এটি একটি নামকরা ক্রিকেট স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি পেয়েছে।
৮.গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম
গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম নামের সাথে সাথে সম্পৃক্ততা বজায় রেখে এই স্টেডিয়ামটি সবুজে ভরপুর।এই স্টেডিয়ামটি ভারতের কেরলের তিরুবনন্তপুরম শহরের কারিয়াভাত্তম এলাকায় অবস্থিত।এই স্টেডিয়ামটি প্রায় ৩৬ একর জায়গার ওপর বিস্তৃত। স্টেডিয়ামটির মূল কাজ শুরু করা হয় ২০১২ সালে এবং ২০১৫ সালে এটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। বিশ্বের সুন্দরতম এই স্টেডিয়ামটি তৈরি করতে মোট খরচ হয়েছে ৪০০ কোটি রুপি। বিখ্যাত এই স্টেডিয়ামটির দর্শক ধারন ক্ষমতা ৫৫,০০০। এই স্টেডিয়ামটির বর্গ ক্ষেত্রের সীমানা প্রায় ৭০ মিটার যা ব্যাটারদের জন্য অনেক বেশি ফলে এটিকে ব্যাটারদের জন্য একটি চ্যালেঞ্জের স্টেডিয়াম বলা হয়। বিশ্ব বিখ্যাত এই স্টেডিয়ামটি এমন ভাবে তৈরি করা হয়েছে যা ক্রিকেটের পাশাপাশি ফুটবলের জন্যেও ব্যবহার করা যাবে।
৯.অ্যাডিলেড ওভাল ক্রিকেট স্টেডিয়াম
অ্যাডিলেড ওভাল হলো অস্ট্রেলিয়ার ৩য় বৃহত্তম এবং সুন্দর ক্রিকেট স্টেডিয়াম। এটি মূলত দক্ষিণ অস্ট্রেলিয়ায়ার নর্থ অ্যাডিলেইডের মধ্যবর্তী অ্যাডিলেড পার্কল্যাণ্ডে অবস্থিত। সুন্দরতম এই স্টেডিয়ামটি ১৮৭১ সালে নির্মান করা হয় যা আজ থেকে ১৫৩ বছর আগে। কিন্তু এই স্টেডিয়ামটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৪ সালে। বিশ্বের চমৎকার এই স্টেডিয়ামটির ধারন ক্ষমতা প্রায় ৫৩,৫০০ জন। কিন্তু ২০১৭ সালে প্রায় ৭০,০০০ দর্শকের ধারন ক্ষমতা দিয়ে একটি বিশ্ব রেকর্ড করেছিল এই স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামটি বর্তমানে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং এখানে মাঝেমাঝে ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবল খেলাও অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও অনেক বড় বড় সব কন্সার্টের আয়োজনও হয়ে থাকে এই স্টেডিয়ামে।
অ্যাডিলেড ওভাল হলো অস্ট্রেলিয়ার ৩য় বৃহত্তম এবং সুন্দর ক্রিকেট স্টেডিয়াম। এটি মূলত দক্ষিণ অস্ট্রেলিয়ায়ার নর্থ অ্যাডিলেইডের মধ্যবর্তী অ্যাডিলেড পার্কল্যাণ্ডে অবস্থিত। সুন্দরতম এই স্টেডিয়ামটি ১৮৭১ সালে নির্মান করা হয় যা আজ থেকে ১৫৩ বছর আগে। কিন্তু এই স্টেডিয়ামটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৪ সালে। বিশ্বের চমৎকার এই স্টেডিয়ামটির ধারন ক্ষমতা প্রায় ৫৩,৫০০ জন। কিন্তু ২০১৭ সালে প্রায় ৭০,০০০ দর্শকের ধারন ক্ষমতা দিয়ে একটি বিশ্ব রেকর্ড করেছিল এই স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামটি বর্তমানে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং এখানে মাঝেমাঝে ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবল খেলাও অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও অনেক বড় বড় সব কন্সার্টের আয়োজনও হয়ে থাকে এই স্টেডিয়ামে।
১০.ভারতরত্ন শ্রী অটল বিহারী ক্রিকেট স্টেডিয়াম
ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম বর্তমানে ভারতের এবং এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম গুলোর মধ্যে একটি। যা ২০১৭ সালে তৈরি করা হয়েছে। এই স্টেডিয়ামটি বাহিরে থেকে দেখতে যেমন সুন্দর এটির ভেতরের অংশ ঠিক একই রকম মনোমুগ্ধকর। বিশ্বের সুন্দর এই স্টেডিয়ামটি ভারতের উত্তরপ্রদেশ লখনৌতে তৈরি করা হয়েছে। এই স্টেডিয়ামটির নাম ভারতরত্ন শ্রী অটল বিহারী ক্রিকেট স্টেডিয়াম হলেও এটি বর্তমানে একনা ক্রিকেট স্টেডিয়াম নামে সুপরিচিত। সুন্দরতম এই ক্রিকেট স্টেডিয়ামটির মোট ধারন ক্ষমতা প্রায় ৫০,০০০। এই স্টেডিয়াম এখনো পর্যন্ত সরকার কর্তৃক আয়োজিত ২টি বড় বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। এটির নামকরন করা হয় মূলত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রি অটল বিহারীর নাম অনুসারে।
ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম বর্তমানে ভারতের এবং এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম গুলোর মধ্যে একটি। যা ২০১৭ সালে তৈরি করা হয়েছে। এই স্টেডিয়ামটি বাহিরে থেকে দেখতে যেমন সুন্দর এটির ভেতরের অংশ ঠিক একই রকম মনোমুগ্ধকর। বিশ্বের সুন্দর এই স্টেডিয়ামটি ভারতের উত্তরপ্রদেশ লখনৌতে তৈরি করা হয়েছে। এই স্টেডিয়ামটির নাম ভারতরত্ন শ্রী অটল বিহারী ক্রিকেট স্টেডিয়াম হলেও এটি বর্তমানে একনা ক্রিকেট স্টেডিয়াম নামে সুপরিচিত। সুন্দরতম এই ক্রিকেট স্টেডিয়ামটির মোট ধারন ক্ষমতা প্রায় ৫০,০০০। এই স্টেডিয়াম এখনো পর্যন্ত সরকার কর্তৃক আয়োজিত ২টি বড় বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। এটির নামকরন করা হয় মূলত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রি অটল বিহারীর নাম অনুসারে।
Post a Comment