ক্রিকেট বর্তমান পৃথিবীতে অন্যতম জনপ্রিয় খেলা গুলির মধ্যে একটি।ক্রিকেট খেলা আমাদের বিনোদনের একটি বড় মাধ্যম হিসেবে কাজ করে।ক্রিকেট খেলা সারা বিশ্বে ছড়িয়ে পরছে অত্যান্ত দ্রুত।ক্রিকেটের মাধ্যমে বর্তমানে প্রত্যেক ক্রিকেটার মোটা অঙ্কের অর্থ উপার্জন করছে। তাদের উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে দর্শক।এছাড়াও বিভিন্ন ধরনের জনপ্রিয় টুর্নামেন্ট যেমন (IPL) 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ',(BPL) 'বাংলাদেশ প্রিমিয়ার লিগ', অস্ট্রেলিয়ায় (BBL) 'বিগ ব্যাশ লিগ’, ওয়েস্ট ইন্ডিজের (CPL) ‘ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ' ইত্যাদি থেকে ক্রিকেটাররা প্রচুর অর্থ আয় করে থাকে।
চলুন দেখে নেওয়া যাক বিশ্বের অন্যতম ১০ জন ধনী ক্রিকেটার।
১.শচীন টেন্ডুলকার ($170 মিলিয়ন )
শচীন রমেশ টেন্ডুলকার বিখ্যাত একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।তিনি ভারত জাতীয় ক্রিকেট দলের একজন সর্বোচ্চ মনের ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট ইতিহাসে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন।জনপ্রিয় এই খেলোয়াড় ১৯৭৩ সালের ৩৪ এপ্রিল ভারতের মহারাষ্ট্র,বোম্বেতে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালের ১৫ই নভেম্বর মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয় এবং এরপর 1989 থেকে 2013 সাল পর্যন্ত 24 বছর ভারতের প্রথম স্তরের একজন খেলোয়াড় হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে চলমান থাকেন।একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাসে প্রথম দ্বি-শতরানের মালিক তিনি।ক্রিকেট জগৎ থেকে অবসর নিলেও বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের মধ্যে প্রথম স্থান দখল করে রেখেছেন শচীন।বর্তমানে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান মেন্টরের ভূমিকায় তিনি রয়েছেন।।
২.বিরাট কোহলি ($157 মিলিয়ন )
বিরাট কোহলি একজন বিখ্যাত ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি ভারত জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হিসেবে তার নিজ দলকে দীর্ঘ সময় পরিচালনা করেছেন। তিনি বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন এবং খেলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন হিসেবে স্বীকৃতি প্রাপ্ত ক্রিকেট।তিনি মূলত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন।বিশ্বসেরা খেলোয়াড় ১৯৮৮ সালে ৫ নভেম্বর ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। ডানহাতি এই খেলোয়াড়ের টেস্ট অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালের ২০ জুন। বর্তমানে ভারতের মধ্যে ইনস্টাগ্রাম সব থেকে বেশি ফলোয়ার (১০০ মিলিয়নের বেশি) নিয়ে বিরাট কোহলি শীর্ষস্থান দখল করে আছেন। বর্তমানে বিরাট কোহলি প্রতিটি বিজ্ঞাপনের জন্য ৪ কোটি টাকা আয় করেন। তিনি পেপসি, গুগল, হিরো মটর, কোলগের ইত্যাদি কোম্পানির বিজ্ঞাপন করে থাকেন। বর্তমান বিশ্বের সর্বাধিক বেতন প্রাপ্ত খেলোয়াড়দের তালিকা তিনি একমাত্র ক্রিকেটার রূপে রয়েছেন।
৩.এম এস ধোনি ($113 মিলিয়ন )
মহেন্দ্র সিং ধোনি ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন।তিনি ১৯৮১ সালের ৭ জুলাই ভারতের ঝাড়খন্ড রাঁচিতে জন্মগ্রহণ করেন। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে আইসিসি বিশ্বকাপ টি-টোয়েন্টি ২০০৭ ও ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জয় করেন।ভারতকে টেস্ট রেংকিং এ এক নম্বরে উঠাতে তার কৃতিত্ব ছিল অনেক। বিখ্যাত ডানহাতি এই খেলোয়াড় ২০০৫ সালের ২ ডিসেম্বর শ্রীলংকার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটান। ধারনা করা হয় মহেন্দ্র সিং ধোনি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ধনী ক্রিকেটার।আন্তর্জাতিক ক্রিকেট টাকা অবসর নিলেও আইপিএলে খেলে যাচ্ছেন তিনি। কোলগেট, রিবোক, টিভিএস মোটরস, রেড বাস,লেস, আম্রপালী, স্নিকার্স, ওরিয়েন্ট, গাল্ফ অয়েল, ইত্যাদি ছাড়াও প্রায় জনপ্রিয় সমস্ত কোম্পানির বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
৪.রিকি পন্টিং ($70 মিলিয়ন )
রিকি টমাস পন্টিং অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত সাবেক ক্রিকেটার। রিকি পন্টিং এর ডাকনাম পান্টার।তিনি অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের ২০০৪ সাল থেকে টেস্ট ক্রিকেট এবং ২০০২ সাল থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়কত্ব পালন করেন যার স্থায়িত্বকাল ছিল ২০১১ সাল পর্যন্ত। তিনি জন্মগ্রহণ করেন ১৯৭৩ সালের ১৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশে।বিখ্যাত ডানহাতি এই ব্যাটারের টেস্ট অভিষেক হয়েছিল ১৯৯৫ সালের ৮ ডিসেম্বর শ্রীলংকার বিপক্ষে। বর্তমান পৃথিবীতে তিনি চতুর্থ ধনী ক্রিকেটার হিসেবে পরিচিত। বিভিন্ন জায়গায় ধারাভাষ্যকার হয়ে কাজ করা ছাড়াও তিনি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের কাজ করে থাকেন।
৫.ব্রায়ান লারা ($60 মিলিয়ন )
ব্রায়ান চার্লস লারা ওয়েস্ট ইন্ডিজ দলের আন্তর্জাতিক প্রাক্তন ক্রিকেটার। সর্বকালের সেরা ব্যাটম্যান হিসেবে তিনি সবাই বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছিলেন করেছিলেন।দুই শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড করেন তিনি।জনপ্রিয় এই ক্রিকেটার ব্রায়ান লারা জন্মগ্রহণ করেন ১৯৬৯ সালের ২ মে ত্রিনিদাদীয়তে। লারার ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়।তিনি মূলত বাঁ হাতে ব্যাটিং করতে এবং ডান হাতে লেগ ব্রেক বল করতেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৯০ থেকে ২০০৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।করতে যাব স্যারের পর তিনি ধারাভাষ্যকর হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেটার হিসেবে পরিচিত।পার্ল এন্ড বুন্টি লারা’ নামে একটি সংস্থা চালান তিনি।যার প্রধান কাজ সমাজের সমস্যা নির্মূল করা।
৬.শেন ওয়ার্ন ($50 মিলিয়ন )
শেন কেইথ ওয়ার্ন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের একজন বিখ্যাত ক্রিকেটার। ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ফান্ট্রি,ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করেন।শেন ওয়ার্ন অস্ট্রেলিয়া জাতীয় দলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ইতিহাসে সর্বকালের সেরা বলার হিসেবে বিবেচিত। ১৯৯২ সালের ২ জানুয়ারি ভারতের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তিনি নিজের রাজ্য ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ক্রিকেট ইতিহাসে বোলিংয়ের জন্য লঙ্কার বিখ্যাত বেলার মুত্তিয়া মুরালিধরন এর পরেই শেন ওয়ার্নের স্থান। ২০১১ সালে শেষ আইপিএল খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে।বর্তমানে তিনি বিশ্ব ষষ্ঠ ধনি ক্রিকেটার হিসেবে পরিচিত। ক্রিকেট জগত থেকে অবসরের পর তিনি একটি টিভি চ্যানেলের সাথে সংযুক্ত হন। পেপসি, ম্যাকডোনাল্ডস ইত্যাদি আন্তর্জাতিক কোম্পানির বিজ্ঞাপনে তিনি কাজও করেছেন তিনি।
৭.শাহিদ আফ্রিদি ($47 মিলিয়ন )
সাহিবজাদা মহম্মদ শাহিদ খান আফ্রিদি বা শাহিদ আফ্রিদি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একজন সাবেক অধিনায়ক। অধিকাংশ জায়গায় তিনি বুম বুম আফ্রিদি নামে পরিচিতি লাভ করেছেন।তিনি ১৯৮০ সালের পহেলা মার্চ পাকিস্তানের খাইবার এজেন্সি, ফাতায় জন্মগ্রহন করেন। তিনি তার চমৎকার বোলিং এবং আগ্রাসি ব্যাটিং এর জন্য বিশ্বের অন্যতম একজন অলরাউন্ডার হিসেবে সবত্র সমাদৃত।ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ দূরত্বের ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ডও রয়েছে তার।ঐতিহ্যবাহি এই খেলোয়াড়টির টেস্ট অভিষেক হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯৮ সালের ২২ অক্টোবর।বর্তমানে তিনি বিশ্বের ধনী ক্রিকেটারদের মধ্যে ৭ম স্থান অধিকার করে আছেন। তিনি ক্রিকেট জগত থেকে অবসরের পর বিভিন্ন ধরনের কোম্পানিতে বিজ্ঞাপনের কাজ করছেন।
৮.বীরেন্দ্র শেহবাগ ($40 মিলিয়ন )
বীরেন্দ্র শেহবাগ ভারত জাতীয় দলের একজন সনামধন্য ক্রিকেটার। তিনি ১৯৭৮ সালের ২০ অক্টোবর ভারতের নজফগড়,দিল্লিতে জন্মগ্রহণ করেন। বীরু, নজফগড়ের নবাব ছিল তার ডাক নাম। এছাড়াও তিনি অনেক জায়গায় আধুনিক ক্রিকেটের জেন মাস্টার হিসেবে খ্যাতি অর্জন করেছেন।২০০১ সালের ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। তিনি ছিলেন একজন ডানহাতি ওপেনার এবং ডান হাতি চমৎকার অফব্রেক স্পিন বোলার। বর্তমানে তিনি বিশ্বের ধনী ক্রিকেটারদের মধ্যে ৮ম স্থানের অধিকারি।ক্রিকেট থেকে অবসরের পর প্রথমে ধারাভাষ্যকার রূপে তিনি স্টার ইন্ডিয়াতে কাজ করেছেন এবং পরবর্তীতে এর পাশাপাশি শেহবাগ ইন্টার্নেশনাল স্কুল’ নামে একটি প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি স্কুল’ নামে একটি প্রতিবন্ধী বিদ্যালয় শুরু করেছেন। এছাড়াও আন্তর্জাতিক কোম্পানি Adidas,Samsung ইত্যাদির বিজ্ঞাপনের কাজ করেন তিনি।
৯.যুবরাজ সিং ($35 মিলিয়ন )
যুবরাজ সিং ভারত জাতীয় দলের একজন বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার। তিনি একজন মিডিল অর্ডারের বামহাতি চমৎকার ব্যাটার এবং বাঁঃ হাতে মিডিয়াম পেস বল করে আন্তর্জাতিক ক্রিকেটে একজন অলরাউন্ডার হিসেবে স্বীকৃতি প্রাপ্ত ক্রিকেটার।তিনি ১৯৮১ সালের ১২ ডিসেম্বর ভারতের চন্ডীগড়ে জন্মগ্রহন করেন।যুবরাজ ভারতের ওয়ানডে ক্রিকেটে সকল খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিলেন।তিনি তার চমৎকার ব্যাটিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য বিশেষ ভাবে সম্মান পেয়েছিলেন।জনপ্রিয় এই খেলোয়াড়টির টেস্ট অভিষেক হয় ২০০৩ সালের ১৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে।বর্তমানে তিনি বিশ্বের ধনী ক্রিকেটারদের মধ্যে ৯ম স্থানে রয়েছেন। যুবরাজ সিং এর ক্যান্সার রোগীদের জন্য একটি সংস্থা রয়েছে যার নাম 'YouWeCan'. এছাড়াও তিনি বিভিন্ন ব্র্যান্ড ও বিজ্ঞাপনের সাথে তিনি যুক্ত থাকেন।
১০.শেন ওয়াটসন ($30 মিলিয়ন )
শেন রবার্ট ওয়াটসন অস্ট্রেলিয়ার জাতীয় দলের একজন বিখ্যাত ক্রিকেটার। তিনি সারা বিশ্বে একজন অলরাউন্ডার হিসেবে বিবেচিত। তিনি ১৯৮১ সালের ১৭ জুন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ইপসুইচ এলাকায় জন্মগ্রহণ করেন।খেলায় ওয়াটসন একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।তিনি ডানহাতি একজন চমৎকার ব্যাটার এবং ডান হাতেই ফাস্ট মিডিয়াম বল করতেন। বিখ্যাত এই খেলোয়াড়ের ২০০৫ সালের ৫ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়।2016-17 মৌসুমে তিনি ছিলেন 2018 দুই হাজার কুড়ি সালে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি তার আইপিএল জীবন শেষ করেন।বর্তমানে তিনি বিশ্বের ধনী ক্রিকেটারদের মধ্যে দশম স্থানে রয়েছেন।
Post a Comment