বিশ্বের সেরা ১০ জন অলরাউন্ডার
একটি মাঠে ২২ গজ পিচ-এ ব্যাট ও বোলের চমৎকার একটি খেলা ক্রিকেট, যা দুটি দলে সম্পন্ন হয়ে থাকে।
এটি মূলত ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই তিনটি স্তরে বিভক্ত। খেলাটিতে অনেকে থাকেন বোলিং এ ভালো আবার অনেকের চমৎকার দক্ষতা ব্যাটিং এর উপর কিন্তু বর্তমানে অনেক খেলোয়াড় রয়েছেন যারা ব্যাটিং,বোলিং এর ওপর অত্যান্ত ভালো দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
১.সাকিব আল হাসান
খন্দকার সাকিব আল হাসান বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার হিসেবে পরিচিত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট এবং টি-২০ এর অধিনায়ক তিনি।সাকিব ১৯৮৭ সালের ২৪ মার্চ খুলনার মাগুরাতে জন্মগ্রহণ করেন।তিনি একজন বামহাতি ব্যাটার যিনি মিডিল অর্ডার এ খেলে থাকেন এছাড়াও তিনি একজন স্লো বামহাতি অর্থোডক্স স্পিন বোলার।বাংলাদেশের এই জনপ্রিয় খেলোয়ার সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত করা হয়।টেস্ট ফরম্যাটে ও একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ র্যাংকিং ধরে রেখেছেন তিনি।তিনি টি-২০ বিশ্বকাপে ২০২২ সাল পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট রপ্ত করেছেন।বাংলাদেশের এই ক্রিকেটারটি গত এক দশক ধরে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিশেষ ভাবে পরিচিত হয়ে আছেন।সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে প্রায় ১২ হাজার রানের অধিকারি। সারাবিশ্বের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি তিনটি ফরমেটে (টেস্ট, ওয়ান-ডে, টি-২০) দীর্ঘদিন অলরাউন্ডার হিসেবে ছিলেন।
২.রবার্ট ওয়াটসন
শেন রবার্ট ওয়াটসন অস্ট্রেলিয়ারা একজন বিখ্যাত ক্রিকেটার।তিনি ১৯৮১ সালের ১৭ জুন কুইন্সল্যান্ডের ইপসুইচ এলাকায় জন্মগ্রহণ করেন।তিনি মূলত উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তুু ঘরোয়া ক্রিকেটে তা সম্পূর্ণ উল্ট চিত্র।তার ব্যাটিংয়ের ধরন ডানহাতি এবং ডান হাতে তিনি অনেক ভালো ব্যাটিং করে থাকেন এছাড়াও তিনি একজন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন।২০০৫ সালে ২ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলাটিতে তার টেস্ট অভষেক হয়।বর্তমানে তিনি বিশ্বসেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হিসেবে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলে সুপরিচিত ওয়াটসন।এখন পর্যন্ত তিনি তার মিডিয়াম ফাস্ট বল দিয়ে ১৬২ উইকেট নিয়েছেন এবং গড়ে ৫২৫৬ রান অর্জন করেন।বিশ্বাসের অলরাউন্ডার এর মধ্যে তার পজিশন সাকিবের তুলনায় কম।
৩.শাহিদ আফ্রিদি
সাহিবজাদা মহম্মদ শাহিদ খান আফ্রিদি পাকিস্তানের জাতীয় দলের একজন ক্রিকেটার।তিনি বুম বুম আফ্রিদি নামেই বিষেশভাবে পরিচিত। আফ্রিদি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।তিনি ১৯৮০ সালের ১লা জুন পাকিস্তানের খাইবার এজেন্সি,ফাতায় জন্মগ্রহণ করেন।১৯৯৮ সালের ২২ অক্টোবর অস্ট্রেলিয়া বিপক্ষে খেলাটিতে তার টেস্ট অভিষেক হয়।তিনি চমৎকার একজন ডানহাতি ব্যাটসম্যান একইসাথে তিনি ডানহাতি একজন লেগ স্পিন বোলার।বর্তমানে তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের স্বীকৃতি প্রাপ্ত একজন অলরাউন্ডার।ক্রিকেট ইতিহাসের সর্বাধিক ছক্কা হাঁকানো আফ্রিদিকে অনেকে গেম চেঞ্জার হিসেবে বিবেচিত করেছেন।এপর্যন্ত তিনি ওয়ানডে ম্যাচ খেলেছেন মোট ৩৯৮ টি তাতে ভালো ব্যাটিং করে তিনি ৮০৬৪ রান অর্জন করেছেন এর পাশাপাশি তিনি ওয়ানডে ক্রিকেটে ৩৯৫ টি উইকেট নিয়েছেন।
৪.ডেভিড ওরাম
জ্যাকব ডেভিড ফিলিপ ওরাম নিউজিল্যান্ড জাতীয় দলের বিখ্যাত একজন সাবেক ক্রিকেটার।তিনি ১৯৭৮ সালের ২৮ জুলাই নিউজিল্যান্ডের মানাওয়াতু'র পালমারস্টোন নর্থ এলাকায় জন্মগ্রহণ করেন।২০০২ সালে ১২ই ডিসেম্বর ভারতের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।আন্তর্জাতিক ক্রিকেটে তিনি একজন বামহাতি জনপ্রিয় ব্যাটার একই সাথে তিনি ফার্স্ট মিডিয়াম বোলের জন্য বিখ্যাত। নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেট দলের হয়ে ব্যাট ও বোলের সমান পারদর্শিতা দেখিয়ে অলরাউন্ডার হিসেবে বিবেচিত হয়েছেন 'বিগ জ্যাক' ওরুপে জ্যাকব ওরাম।ক্রিকেট জগতে অবতরণের পর থেকে অবসর নেওয়া পর্যন্ত তিনি ১৬০ ওডিআই ম্যাচ খেলেছেন যাতে তিনি ২৪৩৪ রান অর্জন করেন এবং ১৭৩ টি উইকেট লাভ করেন।২০১৩ সালে আইসিসি জ্যাকব ওরামকে বিশ্বসেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হিসেবে ঘোষণা করেন।
৫.জ্যাক ক্যালিস
জ্যাক হেনরি ক্যালিস বিখ্যাত একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। তিনি ১৯৭৫ সালের ১৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপ টাউন,পশ্চিম কেপে জন্মগ্রহণ করেন।তিনি ডান হাতে অত্যন্ত দক্ষতার সাথে ব্যাটিং করেন পাশাপাশি ফাস্ট মিডিয়াম সুইং বোলার হিসেবে তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন। ১৯৯৫ সালের ১৪ই ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে খেলাটিতে তার টেস্ট অভিষেক হয়। বর্তমানে তিনি ক্রিকেট ইতিহাসের একজন অন্যতম অলরাউন্ডার হিসাবে বিবেচিত।এই পর্যন্ত তিনি মোট ৩২৩টি ওডিআই ম্যাচ খেলেছেন যাতে তিনি মোট ১১৫৫৪ রান অর্জন করেন এবং ২৭২ টি উইকেট লাভ করেন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান অর্জন করায় তিনি তৃতীয় স্থান অধিকার করেন।ভারতের সাথে টেস্ট সিরিজে ২০১৩ সালে তিনি অবসরের ঘোষণা করেন।
৬.যুবরাজ সিং
যুবরাজ সিং সব ধরনের ক্রিকেট খেলা একজন ভারতীয় সাবেক ক্রিকেটার। তিনি ১৯৮১ সালের ১২ই ডিসেম্বর ভারতের চন্ডীগড় এলাকায় জন্মগ্রহণ করেন।২০০৩ সালের ১৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাটিতে তার টেস্ট অভিষেক হয়।মিডিল অডারে বাম হাতে চমৎকার ব্যাটিং এর পাশাপাশি তিনি বামহাতি অর্থডক্স বোলার ছিলেন।ব্যাট ও বোলের এই অসাধারণ প্রতিভার কারনে তিনি ভারতের জাতীয় দলে একজন বিখ্যাত অলরাউন্ডার হিসেবে বিবেচিত হয়েছিল।ওয়ানডেতে তিনি ভারতীয় সকল খেলোয়াড়দের চেয়ে অন্যতম ছিলেন, ব্যাটিং এবং ফিল্ডিং এর জন্য বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিলেন।এইপর্যন্ত তিনি মোট ২৯৫ টি ওডিআই ম্যাচ খেলেছেন ও ৮৪৯৪ রান অধিকার করেছেন এবং মোট ১১১ টি উইকেট লাভ করেছেন। স্ট্রাইক রেট এবং বোলিং এর উপর ভিত্তি করে তিনি অত্যন্ত ভালো মানের একজন অলরাউন্ডার হিসেবে বিবেচিত হয়েছেন।
৭.ড্যানিয়েল ভেট্টোরি
ড্যানিয়েল লুকা ভেট্টোরি নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটের একজন বিখ্যাত ক্রিকেটার। টেস্ট, ওডিআই ও টি-২০ তিন স্তরে তিনি ইংল্যান্ড জাতীয় ক্রিকেটে নেতৃত্ব প্রদান করেছেন। তুমি ১৯৭৯ সালে ২৭ জানুয়ারি নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালের ৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলাটিতে তার টেস্ট অভিষেক হয়, তিনি বামহাতে চমৎকার ব্যাটিং এর পাশাপাশি বামহাতেই বিশেষভাবে স্লো অর্থোডক্স স্পিন বোল করে বিখ্যাত অলরাউন্ডারের খ্যাতি অর্জন করেছেন বর্তমানে তিনি নিউজিল্যান্ডের একজন স্বীকৃতি প্রাপ্ত অলরাউন্ডার হিসেবে বিবেচিত। তিনি এ পর্যন্ত ২৮৬ টি ওডিআই ম্যাচ খেলেছেন যেখানে তিনি মোট ২২০৩ রান রপ্ত করেছেন এবং উইকেট লাভ করেছেন ২৯০ টি।বিশ্বের ক্রিকেট ইতিহাসে একজন সফল অলরাউন্ডার যার র্যাংকিং স্কোর ৩০০।
৮.জেমস হোপস
জেমস রেডফার্ন হোপস অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের একজন বিখ্যাত সাবেক ক্রিকেটার এবং বর্তমানে তিনি অস্ট্রেলীয় ক্রিকেট কোচ।একই সাথে তিনি একদিনের আন্তর্জাতিক এবং টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করেছেন। জেমস হোপস ১৯৭৮ সালের ২৪ অক্টোবর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড, টাউন্সভিলে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে ১লা মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাটিতে তার ওডিআই অভিষেক হয়। তিনি মূলত ডান হাতে চমৎকার ব্যাটিংয়ের পাশাপাশি একই হাতে মিডিয়াম বল করে বিশ্বব্যাপী অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন।এ পর্যন্ত তিনি মোট ৮৪টি ওডিআই ম্যাচ খেলেছেন যেখানে ১৩২৬ রান অর্জন করেছেন এবং মোট উইকেট লাভ করেছেন।২৮২ অলরাউন্ডার র্যাঙ্কিং স্কোর নিয়ে তিনি লিস্টের অষ্টম পজিশনে জায়গা করে নিয়েছেন।
৯.শন পোলক
শন ম্যাকলিন পোলক দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের একজন সাবেক ক্রিকেট তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মূলত অলরাউন্ডার হিসেবে বিবেচিত হয়েছিল। বিশ্বসেরা এই খেলোয়াড়টি ১৯৭৩ সালের ১৬ জুলাই দক্ষিণ আফ্রিকার,পোর্ট এলিজাবেথ,কেপ প্রদেশে জন্মগ্রহণ করেন। ক্রিকেট জগতে অবতরণের পর তিনি ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন। তার টেস্ট অভিষেক হয়েছিল ১৯৯৫ সালের ১৬ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে খেলাটিতে। তিনি ডান হাতে দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি একই হাতে চমৎকার মিডিয়াম ফাস্ট বল করে বিশ্বব্যাপী অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন। ১৯৯৬ সাল থেকে শুরু করে ক্রিকেট জীবনে অব্যাহতি জানানো পর্যন্ত তিনি মোট ওডিআই ম্যাচ খেলেছেন ৩০৩ টি যেখানে মোট ৩,৫১৯ রান অর্জন করেছেন এবং ৩৯৩ টি উইকেট নিয়েছেন।
১০.শোয়েব মালিক
শোয়েব মালিক পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একজন ক্রিকেটার। বর্তমানে তাকে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রথম স্তরের একজন অলরাউন্ডার হিসেবে বিবেচিত করা হয়। তিনি ১৯৮২ সালের ১ ফেব্রুয়ারি পাকিস্তান, পাঞ্জাবের, শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে ২৯ আগস্ট বাংলাদেশের বিপক্ষে খেলাটিতে মূলত মালিকের টেস্ট অভিষেক হয়, তিনি ডান হাতে চমৎকার ব্যাটিং এর পাশাপাশি ডান হাতেই অফ ব্রেক বল করে বিশ্বব্যাপী অলরাউন্ডার এর স্বীকৃতি অর্জন করেছেন। ১৯৯৯ সালে ওডিআই অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি মোট ২১৬ টি ওডিআই ম্যাচ খেলেছেন যেখানে তিনি ৫৪৯০ রান করেছেন এবং ১৪১ উইকেট লাভ করেছেন। তার গড় অলরাউন্ডার স্কোর ২৮১ এবং তিনি লিস্টের দশম স্থানে জায়গা করে নিয়েছেন।
Post a Comment