বিশ্বের সেরা ১০ জন বোলার
ক্রিকেট হলো ব্যাট ও বলের একটা জনপ্রিয় খেলা যার উৎপত্তি ইংল্যান্ডে।খেলাটিতে ১১ জন খেলোয়াড় বিশিষ্ট দুই দল অংশগ্রহণ করে।
অনেক সময় ক্রিকেট খেলায় একটা ম্যাচ ঘুরানোর জন্য বোলারদের অবদান অনেক বেশি থাকে।ম্যাচটি জিততে পারবে কিনা তা নির্ভর করে বোলারদের পারফরম্যান্সের উপর। বোলারদের ভালো পারফর্মেন্স প্রতিপক্ষ ব্যাটারদের হতাশ করার জন্য যথেষ্ট।একজন ভালো বোলার ফিনিশারদের প্রায়ই মানসিক চাপের মধ্যে রাখতে সক্ষম হয়।চলুন দেখে নেওয়া যাক ক্রিকেট ইতিহাসে বিশ্ব সেরা ১০ জন বোলার।
১.মুত্তিয়া মুরালিধরন
মুত্তিয়া মুরালিধরন শ্রীলংকার জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার।তিনি অধিকাংশ ক্ষেত্রে মুরালি নামে পরিচিত।মুরালির জন্ম ১৯৭২ সালের ১৭ এপ্রিল শ্রীলংকার ক্যান্ডিতে।ক্রিকেট ইতিহাসে তিনি ছিলেন একজন সফল অফ স্পিন বোলার এবং শ্রীলংকার একজন জনপ্রিয় ক্রিকেটার।১৯৯২ সালের ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া বিপক্ষে খেলাটিতে মূলত তার অভিষেক হয়।তিনি ছিলেন একজন ডানহাতি ব্যাটার। বল উভয় দিকে ঘোরানোর ক্ষমতা এবং বলের ওপর ব্যতিক্রমি নিয়ন্ত্রণের জন্য ছিল তার বিশেষ পরিচিতি।তার ক্যারিয়ার অনেক বিতরকের বিষয়গুলোর মধ্যে বোলিং অ্যাকশন ছিল একটি।মুরালির বাঁকানো বাহুর বল অনেকে বলিং না করে থ্রো করা বলে মনে করতে। তিনি একজন স্পিনার বলারের পাশাপাশি শক্তিশালী বাহু বিশিষ্ট একজন দুর্দান্ত ফিল্ডার ছিলেন। বিভিন্ন ধরনের ইনজুরির কারণে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হাওয়া সত্বেও তিনি খেলা অব্যাহত রেখেছিলেন এবং খেলায় মননিবেশ করেছিলেন। মুরালির এই অসাধারণ প্রতিভা শ্রীলংকার ক্রিকেট প্রজন্মের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে।
২.জশ হ্যাজলউড
জশ রেগিনাল্ড হ্যাজলউড অস্ট্রেলিয়া জাতীয় দলের একজন প্রথম সারির ক্রিকেটার।তিনি মূলত একজন বাঁ হাতি ব্যাটার কিন্তু বোলিং ধরন ছিল ডানহাতি মিডিয়াম ফাস্ট।বোলিং এর ওপর অসাধারণ দক্ষতার জন্যই তার পরিচিত ছিল ব্যাপক। জনপ্রিয় এই বলারটির জন্ম ১৯৯১ সালের ৮ জানুয়ার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। ভারতের বিপক্ষে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর মূলত তার টেস্ট অভিষেক হয়।জোশ একজন ফাস্ট বোলার এবং নির্ভুলতা প্রতিক হিসেবে পরিচিত। বর্তমান ক্রিকেট ইতিহাসের ওয়ানডেতে টপ বলার দের মধ্যে জোশ রয়েছেন ০২ নম্বর পজিশনে।তিনি ২০১৫ বিশ্বকাপে এবং পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 এ অস্ট্রেলিয়া স্কোয়াডের হয়ে খেলেছিলেন।
৩.গ্লেন ম্যাকগ্রা
গ্লেন ম্যাকগ্রা অস্ট্রেলিয়া একজন বিখ্যাত ক্রিকেটার। তিনি ক্রিকেট ইতিহাসে একজন ফাস্ট বলার হিসেবে পরিচিত। তার ব্যাটিংয়ে ধরন ছিল ডানহাতিএবং ডান হাতেই তিনি মিডিয়াম ফাস্ট বল করতেন যা প্রতিপক্ষের জন্য বড় বিপর্যয়।ডানহাতি এই জনপ্রিয় খেলোয়াড়ের জন্ম ১৯৭০ সালের ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ডুব্বো নতুন দক্ষিণ ওয়ালসে।ক্রিকেট ইতিহাসে ফাস্ট বলার দের মধ্যে টেস্টে গ্লেন ম্যাকগ্রার সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে। ১৯৯৩ সালের ১২ ই নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাটিতে মূলত তার টেস্ট অভিষেক হয়। ক্রিকেট জগতে অবতরণের পর তিনি খেলার সাথে জড়িত ছিলেন মাত্র ১৪ বছর।তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নিয়েছিল ৩৮১ টি যার জন্য তিনি সর্বকালের শ্রেষ্ঠ বলারদের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন।২০০৭ বিশ্বকাপে তার ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তি ঘটে এবং সেখানে বোলিংয়ের জন্য ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সম্মান পান।
৪.জসপ্রীত বুমরাহ
জসপ্রীত জসবীরসিং বুমরাহ ভারতীয় জাতীয় ক্রিকেট দলের একজন অন্যতম সদস্য।অধিকাংশ জায়গায় তিনি ভোমরা নামে পরিচিত। তার মূলত ডান হাতে চমৎকার ফাস্ট বলের জন্য সর্বোচ্চ খ্যাতি অর্জন করেছেন। ডান হাতের ব্যাটারটির জন্ম ১৯৯৩ সালের ৬ ডিসেম্বর ভারতের আহমেদাবাদ গুজরাতে।২০১৬ সালের ২৩ শে জানুয়ারি অস্ট্রেলিয়া বিপক্ষে খেলাটিতে মূলত তার ওডিআইতে অভিষেক হয়।বুমরাহ ৬৪ টি ওডিআইয়ে দুটি উইকেট নিয়েছেন এজন্য তিনি বিশ্ব সেরা বলারদের মধ্যে স্থান করে নিয়েছেন।
৫.ব্রেট লি
ব্রেট লি অস্ট্রেলিয়া জাতীয় দলের জনপ্রিয় একজন সাবেক ক্রিকেটার একই সাথে তিনি একজন ধারাভাষ্যকর এবং অভিনেতা ও বটে। অস্ট্রেলিয়ার ক্রিকেটে অধ্যয়নরত অবস্থায় তাকে দ্রুতগতির একজন ডানহাতি ফাস্ট বলার হিসেবে আখ্যায়িত করা হয়।জনপ্রিয় এই খেলোয়াড়টির জন্ম ১৯৭৬ সালের ৮ নভেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে । তিনি একজন ভালো বোলিং এর পাশাপাশি সর্বোচ্চ স্তরের ব্যাটালো ছিলেন তার ব্যাটিং এর ধারনও ছিল ডানহাতি।তার টেস্ট অভিষেক হয় ১৯৯৯ সালের ২৬ ডিসেম্বর ভারতের বিপক্ষে খেলাটিতে।লি ২০০৩ সালের বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়ার সদস্য ছিলেন এবং ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।পরবর্তীতে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং বিগ ব্যাশ লিগে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।
৬.শোয়েব আখতার
শোয়েব আখতার পাকিস্তানের একজন জনপ্রিয় সাবেক ক্রিকেটার।তিনি ডানহাতি ফাস্ট বোলার হিসেবে বিশেষ ভাবে পরিচিত।ক্রিকেট ইতিহাসে তিনি সবচেয়ে দ্রুতগতির বলার হিসেবে বিশ্ব রেকর্ডের তালিকায় নিজের নাম উঠিয়েছিলেন।শোয়েবের জন্ম ১৯৭৫ সালের ১৩ আগস্ট।২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলাটিতে ঘন্টায় তার বোলিং স্পিড ছিল ১৬১.৩৭ কিলোমিটার।জনপ্রিয় খেলোয়াড়টির ব্যাটিং এর ধরন ছিল ডানহাতি এবং তিনি ডান হাতেই ফাস্ট বলের জন্য বিশ্ব রেকর্ড গড়েছিলেন।১৯৯৭ সালের ২৯ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলাটিতে তার টেস্ট অভিষেক হয়। জনপ্রিয় খেলার শোয়েব আখতার ২০১১ বিশ্বকাপের পর ক্রিকেট জগত থেকে অব্যাহতি জানানোর ঘোষণা দেন।ক্রিকেট থেকে অবসরের পর তিনি একজন ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।
৭.শাহীন আফ্রিদি
শাহীন শাহ আফ্রিদি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একজন অন্যতম সদস্য।জনপ্রিয় খেলোয়াড়টি ২০০০ সালের ৬ এপ্রিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ল্যান্ডি কোটালে জন্মগ্রহণ করেন।২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হওয়ার পর একই সালে ডিসেম্বর মাসের ৩ তারিখে ভারতের বিপক্ষে খেলাটিতে টেস্ট অভিষেকও সম্পন্ন হয়। তিনি মূলত দলের হয়ে বামহাতি মিডিয়াম ফাস্ট বল করতেন এবং এজন্যই তিনি সর্বত্র বিখ্যাত ছিলেন আফ্রিদের ব্যাটিং এর ধরনও ছিল বামহাতি।আফ্রিদি মূলত তিনটি ফরমেটে খেলতেন এবং তাকে বিশ্বসেরা হিসেবে বিবেচনা করা হতো। তিনিই প্রথম পাকিস্তানি যিনি গারফিল্ড সোবার্স ট্রফি জয় করেছিলেন।
৮.মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন অন্যতম সদস্য। তিনি মূলত বামহাতে মিডিয়াম ফাস্ট বল করার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত।বিখ্যাত এই ক্রিকেটার ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা,সাতক্ষীরা জন্মগ্রহণ করেন।এই খেলোয়াড়টির ব্যাটিং এর ধরন ছিল বামহাতি।২০১৫ সালের ২১ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটিতে তার টেস্ট অভিষেক হয়।টেস্ট অভিষেকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার লাভ করা ক্রিকেটার তিনি।ক্রিকেট জীবনে শুরুতে প্রথম দুই ম্যাচে ১১ উইকেট লাভ করা তিনিই বিশ্বের একমাত্র বোলার।তিনি ২০১৫ সালে আইসিসি ঘোষিত আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন।
৯. লাসিথ মালিঙ্গা
সিপারামাদু লাসিথ মালিঙ্গা শ্রীলংকার জাতীয় দলের একজন বিখ্যাত ক্রিকেটার।তার স্টেজ নাম "স্লিঙ্গা মালিঙ্গা" নামে বেশি পরিচিত তিনি।এছাড়া তিনি তোর ডানহাতি বিশেষ ধরনের ফাস্ট বলের জন্য জগৎ বিখ্যাত। জনপ্রিয় খেলোয়াড়টি ১৯৮৩ সালের ২৮ আগস্ট শ্রীলংকার গালেতে জন্মগ্রহণ করেন। তার প্রথম টেস্ট অভিষেক হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৪ সালের ১লা জুলাই।তিনিই প্রথম জনপ্রিয় বোলার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার চার বলে চার উইকেট নিয়ে একটি রেকর্ড গড়েছিলে।তিনি প্রায় সময় বিশেষ ডেথ বলার হিসেবে বিবেচিত ছিল। তিনি একমাত্র বলার যিনি ওয়ানডেতে এবং এবং বিশ্বকাপে তিনটি হ্যাটট্রিক করে নিজের নাম সর্বোচ্চ স্তরে নিয়ে গিয়েছিলেন।খেলার সব সংস্করণে তিনি প্রথম বোলার হিসেবে পাঁচটি হ্যাটট্রিক রেকর্ড করে ইতিহাস সৃষ্টি করেন।
১০.মোহাম্মদ নবী
মোহাম্মদ নবী আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের একজন ডানহাতি ব্যাটসম্যান। ২০১০ সালের নভেম্বর থেকে তিনি আফগানিস্তান ক্রিকেট টিমের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।তিনি ক্রিকেট জগতে অলরাউন্ডার হলেও তার ডানহাতি অফ ব্রেক বলের জন্য বিশ্ব বিখ্যাত ছিলেন।মোহাম্মদ নবী ১৯৮৫ সালের ৩ মার্চ আফগানিস্তানের লোগারে জন্মগ্রহণ করেন।২০১৮ সালের ১৪ জন ভারতের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।২০০৯ সালে আইসিসি বিশ্বকাপ কোয়ালিফায়ারে তার দ্রুত ১১ টি উইকেট এর জন্য আফগানিস্তান একটি ভালো পর্যায় পৌঁছাতে পেরেছিল এবং তাদের র্যাঙ্কিং ছিল পাঁচ নম্বরে।
Post a Comment